সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    সৌদি উপকূলে ইরানি ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা!

    সৌদি উপকূলে ইরানি ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা!

    সৌদি আরবের জেদ্দা বন্দরের কাছে ইরানের একটি তেল ট্যাংকারে সন্দেহজনক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। শুক্রবার ওই হামলায় ট্যাংকার থেকে লোহিত সাগরে তেল চুইয়ে পড়েছে।জাহাজটির স্বত্বাধিকারীর বরাতে বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।

    ইরানের জাতীয় তেল ট্যাংকার কোম্পানি (এনআইটিসি) এক বিবৃতিতে জানিয়েছে, সাবিতি নামের জাহাজটির খোলে আলাদা দুটি বিস্ফোরণ ঘটেছে। সৌদি উপকূল থেকে শখানেক কিলোমিটার দূরে ছিল ট্যাংকারটি।কোম্পানিটি জানায়, সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলায় ওই বিস্ফোরণ ঘটতে পারে।

    এনআইটিসি জানায়, ট্যাংকারের সব ক্রুরা নিরাপদে রয়েছেন। জাহাজটিও স্থিতিশীল। জাহাজটির ক্ষয়ক্ষতি মেরামতের চেষ্টা করা হচ্ছে।তবে মধ্যপ্রাচ্য দেখভালোর দায়িত্বে থাকা মার্কিন পঞ্চম নৌবহরের মুখপাত্র লেফটেন্যান্ট পাগানো বলেন, এই দুর্ঘটনার খবর কর্তৃপক্ষ অবগত হয়েছেন। এর বাইরে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

    মধ্যপ্রাচ্যে ইরানের চিরবৈরী সৌদির কাছ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।তবে এখন পর্যন্ত যত খবর পাওয়া গেছে, তাতে শুক্রবারই লোহিত সাগরের জেদ্দা উপকূলে এই বিস্ফোরণ ঘটেছে।হরমুজ প্রণালীতে সাম্প্রতিক তেল ট্যাংকারের রহস্যজনক একের পর এক হামলার পর এবার ইরানি জাহাজে এই হামলার খবর এসেছে।

    ইরানি সংবাদ সংস্থায় উল্লেখ করা বিশেষজ্ঞদের মতামত বলছে, এ ঘটনায় তদন্ত চলছে। এটা সন্ত্রাসী তৎপরতা হতে পারে বলে তারা সন্দেহ করছেন।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !