নয়া ক্ষেপণাস্ত্র উদ্বোধন করল ফিলিস্তিনিরা!
ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন 'আল মুকাভিমা আশ শা'বিয়া'র সামরিক শাখা 'নাসের সালাউদ্দিন ব্রিগেড' একটি নতুন ক্ষেপণাস্ত্র উদ্বোধন করেছে। সংগঠনটির ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নয়া ক্ষেপণাস্ত্র 'আইকিউ-টুয়েন্টি ফাইভ' নামের ক্ষেপণাস্ত্রটি উদ্বোধন করা হয়।
সংগঠনটির একজন শহীদের নামের আদ্যক্ষর অনুযায়ী এর নামকরণ করা হয়েছে। নাসের সালাউদ্দিন ব্রিগেড জানিয়েছে, নয়া ক্ষেপণাস্ত্রটির পাল্লা হচ্ছে ২৫ কিলোমিটার এবং এটি অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
ফিলিস্তিনের 'আল মুকাভিমা আশ শা'বিয়া' এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত প্রতিরোধ সংগ্রাম অব্যাহত থাকবে। মার্কিন 'ডিল অব দ্য সেঞ্চুরি' ফিলিস্তিনিদের স্বপ্ন ধ্বংসের চক্রান্ত এবং তা কোনো কাজে আসবে না।
একইসঙ্গে তারা গাজা অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত প্রতি শুক্রবারের বিক্ষোভ অব্যাহত রাখার ওপর জোর দিয়েছে।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.