সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    ইরানকে আলোচনার প্রস্তাব দিয়ে সৌদি আরবের চিঠি!


    মধ্যপ্রাচ্য সংকট সমাধানে আলোচনার জন্য ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিকে চিঠি দিয়েছে সৌদি আরব। সোমবার ইরান সরকারের মুখপাত্র আলি রাবিয়ি এ তথ্য জানিয়ে বলেন, আলোচনার জন্য তেহরান প্রস্তুত। তবে তার আগে রিয়াদকে, ইরানবিরোধী এবং ইয়েমেন যুদ্ধ বন্ধ করতে হবে বলেও শর্তজুড়ে দেন তিনি। এরমধ্যে, সৌদি আরবের তিন নাগরিকসহ ২শ' ৯০ ইয়েমেনিকে নিঃশর্ত মুক্তি দিয়েছে ইরানপন্থী ইয়েমেনের হাউথিবিদ্রোহীরা।

    সোমবার যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের রাজধানী সানার কেন্দ্রীয় কারাগারের সামনে এক উৎসবমূখর পরিবেশের তৈরি হয়। এদিন, প্রায় তিনশ' ইয়েমেনি বন্দিকে নতুন জামাকাপড় পরিয়ে নিঃশর্ত মুক্তি দেয় ইরানপন্থী ইয়েমেনের হাউথিবিদ্রোহীরা। ইয়েমনে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ডিসেম্বরে জাতিসংঘের তত্ত্বাবধানে সুইডেনে স্বাক্ষর করা চুক্তির শর্ত অনুযায়ী তাদের মুক্তি দেয়া হয়। ২০১৫ সালে সৌদি জোটের হাউথিবিরোধী অভিযান শুরুর পর বিভিন্ন সময়ে তাদের আটক করা হয়। মুক্তি পেয়ে মানবতাকে রাজনীতির উর্ধ্বে রাখার আহ্বান জানান বন্দি থাকা ইয়েমেনিরা।

    এদিকে, সৌদি আরবের নাজরানে হামলা চালিয়ে পাঁচশ সেনাকে হত্যা এবং দুই হাজার সেনাকে আটক করা হয়েছে-হাউথিবিদ্রোহীদের এ দাবিকে মিথ্যাচার বলে উড়িয়ে দিয়েছেন সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল মালকি। ইয়েমেন সরকারে দেয়া তথ্য অনুযায়ী হাউথিদের হাতে আটক ৭ হাজার যুদ্ধবন্দিকে মুক্তি দেয়ারও আহ্বান জানান তিনি।

    এদিকে, ১৪ সেপ্টেম্বর সৌদি তেল স্থাপনায় হামলার ঘটনার দায়, হাউথিরা স্বীকার করেও পশ্চিমাবিশ্ব ও সৌদি আরব ইরানকে দায়ী কোরে আসছে। একে যুদ্ধকার্যক্রম বলেও আখ্যা দিয়ে ওয়াশিংটন। তথ্যপ্রমাণ ছাড়া ইরানকে দায়ী করাকে লজ্জাজনক আখ্যা দিয়ে, আত্মরক্ষার জন্য হামলা; হাউথিদের অধিকার বলে মন্তব্য করেছে তেহরান।

    এর মধ্যেই সংকট সমাধানে ইরানকে আলোচনার প্রস্তাব দিয়ে চিঠি পাঠিয়েছে সৌদি আরব। বিস্তারিত না জানালেও চিঠি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত কোরেছেন ইরান সরকারের মুখপাত্র আল রাবিয়ি।

    সংবাদ সম্মেলনে- রাবিয়ি আরো বলেন, জাতিসংঘ সাধারণে অধিবেশনের সাইডলাইনে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ইরানি প্রেসিডেন্ট বৈঠকের জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু ওয়াশিংট তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বহালের ওপর জোর দেয়ায় তা ভেস্তে যায় বলেও জানান তিনি।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !