ঠকে গেলেন নুসরাতের স্বামী!
ভিভিআইপি মোবাইল নম্বর দেওয়ার নামে প্রায় ৪৫ হাজার টাকার প্রতারণার শিকার হয়েছেন ওপার বাংলার তারকা ও সাংসদ নুসরাত জাহানের স্বামী নিখিল জৈন। যদিও অভিযুক্তকে পরে গুজরাত থেকে গ্রেপ্তার করা হয়।কলকাতা শহরের খ্যাতনামা শাড়ির দোকানের ডিরেক্টর সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তার অভিযোগে তিনি স্পষ্ট লিখেছেন, “কিছু পরিচয়হীন ব্যক্তি প্রতারিত করেছে।’
তাকে অজানা নম্বর থেকে মেসেজ, ইমেইল আইডি থেকে অনেক মেসেজ পাঠানো হয়। সেখানে তাকে আইসিআইসিআই ব্যংকের একটি অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য বলা হয় বলেও জানিয়েছেন নুসরাত জাহানের স্বামী নিখিল জৈন। যার বিনিময়ে তাকে এয়ারটেলের ভিভিআইপি নম্বর দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।
সেই কথা মতন তাকে ওই টাকা পাঠিয়ে দেন নিখিল। তদন্তকালীন সময়ে, গোরওয়া, ভাদোদরা এবং গুজরাটে একটি অভিযান চালানো হয়। সেই সময় লাল বাহাদুর রাণাকে গোরওয়া থেকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে দুটি মোবাইল, একটি রাউটার ও একটি এটিএম-ডেবিট কার্ড এবং একটি চেক-বুক উদ্ধার করা হয়েছে। পুলিশ অভিযুক্তর রিমাণ্ড আবেদন চেয়েছে আদালতে।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.