সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    দুই যুগেও যেটা হয়নি, সেটা মিশা-জায়েদ দুই বছরে করেছে: সোহেল রানা

    564009469444096-n-copy
     বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৫ অক্টোবর। আর এই নির্বাচনকে ঘিরে উৎসবের কমতি নেই। এবার প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তিন সদস্যের আপিল বোর্ডের চেয়ারম্যান প্রযোজক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম খান। বাকি দুজন সদস্য হলেন পরিচালক সোহানুর রহমান ও রশিদুল আমিন।
    বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে জনপ্রিয় অভিনেতা সোহেল রানা বলেন, মৌসুমীকে যেমন ভালোবাসি, তেমনই মিশা ও জায়েদকে ছোট ভাইয়ের মত স্নেহ করি। কাজেই বিশেষ কাউকেই সমর্থন বলা ঠিক হবে না। তবে গত ১৫-২০ বছরে যেসব কমিটি হয়েছে, আমিসহ তারা যা করতে পারিনি কিন্তু মিশা- জায়েদ দুই বছরে তা করেছে। লোক দেখানো হোক বা বাস্তবেই হোক তারা অনেক ভালো কাজ করেছে। এবারের কোরবানিতে ৫টি গরু কোরবানি দিয়ে সকলের মাঝে মাংস বিলিয়েছে। সবাইকে জানিয়েছে, যারাই গিয়েছেন প্রত্যেককেই মাংস দেয়া হয়েছে। আবার যারা কখনোই যাবে না এমন সিনিয়র শিল্পীদের সম্মান করার জন্য মাংসের সাথে কিছু দুধ চিনি উপহার পাঠিয়েছে। এটা শুধু সম্মানি।

    কমিটি করার পর তারা আবার ১১ জন সিনিয়রদের দিয়ে আরেকটি কমিটি করিয়ে তারা বলেছে, আপনার যেটা বলবেন আমরা সেটাই করব। এই সম্মানটা তারা করেছে। চলচ্চিত্র এলাকায় যারা অনেক সময় আসেনি তাদেরকে তারা এনেছে। মন্ত্রী,পুলিশ ও র‌্যাবের প্রধানদের এনে তাদের সাথে চলচ্চিত্র জগতের গুড রিলেশন তৈরি করেছে। এর মাধ্যমে শিল্পীদের ইমেজ অনেক বাড়িয়েছে, যা আমরাও পারিনি।

    সোহেল রানা আরও বলেন, ‘যারা মারা গেছে তাদের বেশির ভাগ শিল্পীকে সবাই ভুলে গেছে, ওরা তাদের নামে কোরআন খতম, মিলাদ দোয়ার আয়োজন করেছে। কেউ অসুখ-বিসুখ হলে মিশা-জায়েদ পাগলের মত ছুটে যায়। মিশা-জায়েদ গত দুই বছর অনেক ভালো কাজ করেছে। সিনিয়রদের যেটুকু সম্মান তারা দেখিয়েছে, তাতে আমি খুশি, আমরা তো তার-ই কাঙ্গাল। সেটাই তারা দিয়েছে, দেখিয়েছে। কারো পক্ষ না নিয়ে বলব, সবাই মিলে মিশে আসুন চলচ্চিত্রকে বাঁচানোর চেষ্টা করি। প্রধানমন্ত্রীকে বুঝাতে চেষ্টা করি, কি কি করলে চলচ্চিত্র জগতে আবার সুদিনে ফিরে আসবে। ফ্লিমকে যারা ভালোবাসে, বুঝে, চলচ্চিত্রে তাদের দায়িত্ব দিতে হবে।’


    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !