২ মাস পর স্বস্তির পথে জম্মু-কাশ্মীর!
প্রায় দু'মাস ধরে কার্যত অবরুদ্ধ রয়েছে জম্মু-কাশ্মীর। এমন থমথমে পরিস্থিতিতেই গৃহবন্দী নেতাদের ছেড়ে দেয়ার বিষয়ে বিধি নিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে কাশ্মীর প্রশাসন।একইসঙ্গে বৃহস্পতিবার থেকে উপত্যকার সব স্কুল খুলতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন কাশ্মীরের বিভাগীয় কমিশনার।
তবে, কলেজগুলো আগামী ৯ই অক্টোবর থেকে চালু হওয়ার কথা রয়েছে বলেও জানান তিনি।এদিকে, কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের বিষয়ে যুক্তিতর্ক তুলে ধরতে মোদি সরকারকে আরও এক মাসের সময় দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত।
জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা ৩৭০ ধারা বাতিলের ৫৭ অতিবাহিত হতে চললেও এখনও থমথমে পরিস্থিতি। রাজধানী শ্রীনগরসহ কাশ্মীরের অধিকাংশ জায়গায় জুড়ে নিরাপত্তা বাহিনীর কড়া টহল। বন্ধ রয়েছে স্কুল-কলেজসহ দোকানপাট।
এমন উৎকণ্ঠার মধ্যেই আগামীকাল থেকে কাশ্মীরের সব ধরণের স্কুল খুলতে যাচ্ছে বলে জানিয়েছেন কাশ্মীরের বিভাগীয় কমিশনার বাসির আহম্মেদ খান। এ বিষয়ে উপত্যকার কর্তৃপক্ষকে সব ধরনের নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি। তবে, আপতত স্কুল খুললেও পরিস্থিতি বিবেচনায় কলেজ খোলার কথা রয়েছে আগামী ৯ অক্টোবরে।
এ অবস্থায়, কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের বিষয়ে মোদি সরকারকে যথাযথ যুক্তিতর্ক তুলে ধরতে আরও একমাসের সময় দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। তবে এই শুনানির সিদ্ধান্তের বিষয়ে সময় পরিবর্তন হতে পারে বলেও এক বিবৃতিতে জানিয়েছেন আদালত।
এদিকে, জম্মু-কাশ্মীরের বিষয়ে ভারতের পদক্ষেপের পর বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের হামলার ঘটনায় উদ্বিগ্ন ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্র অনেক দেশকে তার আশঙ্কার কথা জানিয়েছে যে, জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদাকে বাতিলের পর, ইসলামাবাদের মদতপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে নিয়ন্ত্রণে না রাখলে তারা যে কোনও সময় ভারতে আক্রমণ চালাতে পারে।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.