বাংলাদেশে পেঁয়াজ বন্ধ করায় কলকাতাও বিপাকে!
স্থানীয় বাজার নিয়ন্ত্রণে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশসহ বিদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছে ভারত। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় রপ্তানি নীতি সংশোধন করে পেঁয়াজকে নিষিদ্ধ পণ্যের তালিকায় এনেছে।এদিকে, পেঁয়াজের দাম বেড়েছে পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন রাজ্যেও।
সম্প্রতি লাগাতার বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় ভারতের মহারাষ্ট্রের নাসিকে পেঁয়াজ উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। বাজারেও এর নেতিবাচক প্রভাব পড়ে। গেলো দেড় মাসে স্থানীয় বাজারে পেঁয়াজের দাম বেড়েছে প্রায় তিনগুণ।এর ধারাবাহিকতায় রোববার স্থানীয় বাজার নিয়ন্ত্রণে বিদেশে পেঁয়াজ রফতানি নিষিদ্ধ করে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়। পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত বন্ধ থাকবে রফতানি। এ সিদ্ধান্ত বাজার নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে বলে দাবি খুচরা বিক্রেতাদের।
তবে পেঁয়াজ আমদানিকারকদের জন্য আশার কথা হলো, অতীতে বহুবার বাজার নিয়ন্ত্রণে, নয়াদিল্লি পেঁয়াজ রফতানি বন্ধ করলেও, তা এক মাসের বেশি স্থায়ী হয়নি।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.