বর্ষণে বিহারে ২৭ জনের মৃত্যু!
প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় ভারতের বিহারে ২৭ জন মারা গেছেন। ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে রাজধানী পাটনার অধিকাংশ এলাকা।প্রাণহানির আশঙ্কায় মঙ্গলবার পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের ২৪ জেলায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ।
এদিকে, বিহারের পাশের রাজ্য উত্তর প্রদেশে ভারী বৃষ্টিতে গেল পাঁচ দিনে এ পর্যন্ত ৮৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।চারদিকে থৈ থৈ পানি। কয়েক দিনের টানা বর্ষণে সৃষ্ট বন্যায় স্থবির ভারতের বিহারের রাজধানী পাটনার জনজীবন। বুক সমান পানিতে বন্ধ হয়ে পড়েছে যান চলাচল। প্রয়োজনের তাগিদে বন্যার পানির মধ্যেই বের হচ্ছে অনেকে।
স্থানীয়রা বলছে, সব জায়গায় পানি উঠে যাচ্ছে। আমার বাসা নিচ তলায় পানি ঢুকে পড়েছে। এখনকার বাসিন্দারা খুবই কষ্ট করছে।রাজ্যের অন্যান্য জেলায়ও টানা বর্ষণে ঘর-বাড়ি, স্টেশনসহ বিভিন্ন এলাকা তলিয়ে গেছে। বিদ্যুৎ ও বিশুদ্ধ পানিবিহীন অবস্থায় অনেকে আটকা পড়েছে বাড়িতে। বিশেষ করে নালান্দা হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা স্থবির হয়েছে পড়েছে। ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে নিরাপদে আশ্রয় নিচ্ছেন দুর্যোগ কবলিতরা।
ভারতের পাটনার জেলা ম্যাজিস্ট্রেট কুমার রাভি বলেন, অব্যাহত বৃষ্টিতে রাজ্যের বন্যা পরিস্তিতি অবনতি হয়েছে। দুর্গত এলাকার লোকজনদের সহায়তায় আমাদের জরুরি বিভাগের সদস্যদের মোতায়েন করা হয়েছে। এ পর্যন্ত বহু মানুষকে নিরাপদে সরিয়ে নিয়েছে উদ্ধারকর্মীরা।
বন্যা কবলিত এলাকাগুলোতে জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। রাজ্যের ২৪ জেলায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।এদিকে, মৌসুমি বৃষ্টিপাতে বিহারের পার্শ্ববর্তী রাজ্য উত্তর প্রদেশেও একই পরিস্থিতি। অব্যাহত বন্যায় গেল পাঁচ দিনে অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.