পশ্চিমবঙ্গের মণ্ডপে মণ্ডপে চলছে চূড়ান্ত প্রস্তুতি!
মহালয়ার মধ্যদিয়ে দেবী পক্ষের সূচনা হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গের মণ্ডপগুলোতে তাই চলছে চূড়ান্ত প্রস্তুতি। রাজধানীতে থিম নির্ভর পুজোর জন্য বিখ্যাত বহু আগে থেকেই।এবার পুজো আয়োজকদের নানা থিম নিয়ে দর্শনার্থীদের সামনে হাজির হতে দেখা যাবে।
বারো মাসে তের পার্বণের মতো বারো মণ্ডপের তেরো থিম- এই ধরনের প্রচলিত প্রবাদ পশ্চিমবঙ্গের দুর্গা পুজোর ক্ষেত্রে বহু দিন ধরে ব্যবহার হয়ে আসছে।থিম বলতে, কোনও একটি বিশেষ বিষয় বা একাধিক বিষয়ের কারুকাজ, আলো বা শব্দ দিয়ে দর্শনার্থীদের সামনে তুলে ধরা. আর সেই কাজটি খুব শৈলীর সঙ্গে করে দেখাচ্ছেন কলকাতার পুজো আয়োজকরা। এবারও ব্যতিক্রম হয়নি এই দৃশ্যের. দমদম পার্কের এই পুজো নিয়ে ইতোমধ্যে সব মহলে চলে আলোচনা।
বাস্তবতাকে কিভাবে ফুটিয়ে তুলবেন তা জানালেন আয়োজকরা।পুজোর আয়োজক সংস্থার একজন সদস্য বলেন, আমরা দেখাচ্ছি পৃথিবীর ওপর দিকটা পুরোটাই আবাসনে ঘিরে ফেলেছে।মূর্ত-বিমূর্ত নিয়ে হাজির কলকাতার আরো একটি পুজো মন্ডপ। যেখানে বইয়ের পাতায় পাতায় আনা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শেক্সপিয়ারকে!
পুজোর আয়োজক বলেন, মায়ের মূর্তির কল্পনা করি। সেটার রুপ দান করে আমরা পূজো করি।উত্তর কলকাতার হরিতকি লেনের এই পুজো মন্ডপে চোখ পড়লে দশনার্থীদের চিন্তায় ফেলবে- পাট, খড় দিয়ে কতো নিপূণভাবে তৈরি হয়েছে মণ্ডপটি।আয়োজক এবং থিম শিল্পী বলেন, সবসময় লক্ষ্য রেখেছি যেন পরিবেশ নির্ভর জিনিস দিয়ে কাজ করা যায়।কলকাতার পুজোর আয়োজকদের মধ্যে থিম নির্ভর পুজো করার আগ্রহ কিন্তু অতীতের যে কোনও সময়ের চেয়ে এবার একটু বেশি চোখে পড়বে দশনার্থীদের।
সূত্র- সময়
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.