সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    আসাঞ্জের বিরুদ্ধে ধর্ষণের মামলা বাতিল সুইডেনের

    julian-assange

    উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান আসাঞ্জের বিরুদ্ধে ধর্ষণের তদন্ত বাতিল করেছে সুইডেন। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় এই বিষয়ে আর কোনো পদক্ষেপ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।২০১০ সালে সুইডেনে একবার সফরের সময় জুলিয়ান আসাঞ্জ ধর্ষণ করেছেন বলে অভিযোগ করেছিলেন দুই নারী। এরপর সুইডেন থেকে ব্রিটেনে চলে যান আসাঞ্জ।

    সুইডেনে বহিঃসমর্পণের ভয়ে ২০১২ সালে লন্ডনে ইকুয়েডর দূতাবাসে পালিয়েছিলেন তিনি।নয় বছর পেরিয়ে যাওয়ায় ধর্ষণের অভিযোগের তদন্ত বাতিল করা হয়েছে বলে মঙ্গলবার জানান সুইডেনের প্রসিকিউটর ইভা-ম্যারি পারসন। তিনি বলেন, সময়ই এখানে মুখ্য ভূমিকা রেখেছে। সময়ের সাথে সাথে মৌখিক প্রমাণগুলোও দুর্বল হয়ে গেছে। ভুক্তভোগীরা বিশ্বাসযোগ্য ও নির্ভর করার মতো প্রমাণ হাজির করলেও স্মৃতি স্বাভাবিকভাবেই ফিকে হয়ে যেতে পারে।

    এর আগে গত জুনে সুইডিশ আদালত এই মামলায় আসাঞ্জকে আটক না করার নির্দেশ দিয়েছিল।যুক্তরাজ্যের ইকুয়েডর দূতাবাসে প্রায় সাত বছর রাজনৈতিক আশ্রয়ে থাকার পর গত ১১ এপ্রিল আসাঞ্জকে গ্রেপ্তার করে যুক্তরাজ্য পুলিশ।এদিকে এই তদন্ত বাতিল ঘোষণা করায় আসাঞ্জকে এখন যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন উইকিলিকসের প্রধান সম্পাদক ক্রিস্টিন হ্রাফনসন।

    সূত্র: এপি, রয়টার্স

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !