পোশাক খুলে শাস্তি, অসুস্থ ছাত্রী
পোশাকের বিধান না মেনে বিদ্যালয়ে যাওয়ায় ভারতের বোলপুরের একটি বেসরকারি স্কুলে শাস্তি হিসেবে ছাত্রীদের পোশাক খুলে অর্ধনগ্ন করার ঘটনা ঘটছে। মঙ্গলবারের ওই ঘটনার পর এক ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। এ ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে।
দেশটির সংবাদমাধ্যম নিউজ28 জানিয়েছে, পোশাকবিধি না মানায় বোলপুরের ওই বেসরকারি স্কুলে শিক্ষার্থীদের প্যান্ট খুলে নেয়া হয়। বাধ্য হয়ে কয়েকঘণ্টা প্যান্ট ছাড়াই ক্লাসে বসে থাকে ছাত্রীরা। বিষয়টি প্রকাশ্যে আসতেই মঙ্গলবার সকালে বিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন অবিভাবকরা। স্কুলের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় অভিযোগও জানান তারা। ঘটনায় জন্য ক্ষমা চান স্কুলের প্রিন্সিপাল। ঘটনাটিকে নিন্দনীয় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও।
ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছেন জেলাশাসক। কমিটিতে চাইল্ড প্রোটেকশন অফিসারসহ রয়েছেন তিনজন।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.