সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    রাশিয়ার যুদ্ধবিমান কেনা নিয়ে মিশরকে সতর্কতা যুক্তরাষ্ট্রের

    র-শ-য়-র-য-দ-ধব-ম-ন-ক-ন-ন-য়-ম-শরক-সতর-কত-য-ক-তর-ষ-ট-র-র

    সময় সংবাদ
      
      
    আপডেট
    ১৯-১১-২০১৯, ১৯:১০

    রাশিয়ার যুদ্ধবিমান কেনা নিয়ে মিশরকে সতর্কতা যুক্তরাষ্ট্রের

    র-শ-য়-র-য-দ-ধব-ম-ন-ক-ন-ন-য়-ম-শরক-সতর-কত-য-ক-তর-ষ-ট-র-র

    রাশিয়ার কাছ থেকে যুদ্ধবিমান কেনার চুক্তির বিষয়ে মিশরকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। দুবাই এয়ার শো'তে অংশ নিয়ে সোমবার সহকারী পররাষ্ট্রমন্ত্রী আর ক্লার্ক কুপার বলেছেন, এই চুক্তি নিয়ে অগ্রসর হলে যুক্তরাষ্ট্র কায়রোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে।

    ভবিষ্যতে সামরিক সরঞ্জাম বিক্রিও বন্ধ করে দিতে পারে বলে জানান তিনি। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি কায়রো। বহু বছর ধরে মিশরকে শত শত কোটি ডলারের আর্থিক ও সামরিক সহায়তা দিয়ে আসছে ওয়াশিংটন। 

    এছাড়াও মিশরীয় বাহিনীর হাতে রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধবিমান। তা সত্ত্বেও চলতি বছরের শুরুতে রাশিয়ার কাছ থেকে ২০টিরও বেশি এসইউ-৩৫ যুদ্ধবিমান কেনার জন্য দুইশ' কোটি ডলারের চুক্তি স্বাক্ষর করে মিশর। এনিয়ে আপত্তি জানিয়ে আসছে ওয়াশিংটন।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !