আইএসের নতুন প্রধান সম্পর্কে জানে আমেরিকা : ট্রাম্প
আইএসের নতুন প্রধান আসলে কে তা আমেরিকার জানা আছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিরিয়ার উত্তরাঞ্চলে মার্কিন সেনাদের অভিযানে আইএস প্রধান আবুবকর আল-বাগদাদি নিহতের এক সপ্তাহ পর ট্রাম্প এক টুইটার বার্তায় এ মন্তব্য করলেন।
দায়েশের ওই ঘোষণার পর গতকাল (শুক্রবার) মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইটার বার্তায় লিখেছেন, আইএসআইএস একজন নতুন নেতা নির্বাচন করেছে। আমরা জানি সে ঠিক কে! ওই টুইটার বার্তায় ট্রাম্প এ সম্পর্কে বিস্তারিত আর কিছু জানাননি।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) আইএস অনলাইনে একটি অডিও টেপ প্রকাশ করে তাদের নেতা বাগদাদির মৃত্যু নিশ্চিত করে তার হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছে। অডিও টেপে একইসঙ্গে বলা হয়, এখন থেকে আবু ইব্রাহিম আল-হাশেমি আল-কুরাইশি এ জঙ্গি গোষ্ঠীর নেতৃত্ব দেবেন।
তবে আমেরিকার সন্ত্রাসবিরোধী সংস্থাগুলোর সমন্বয়ক ন্যাথান সেলস শুক্রবার (১ নভেম্বর) বলেছেন, আইএসের নয়া প্রধান কে এবং এতদিন এ গোষ্ঠীতে তার ভূমিকা কী ছিল তা অনুসন্ধান করে দেখা হচ্ছে।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.