এতিমদের প্রতি নবীজী (সঃ) দরদ!
একদিন নবীজি (সঃ) সাহাবিদের নিয়ে বসে আছেন। এমন সময় একজন নবীজির দরবারে দৌড়ে এসে আরজ করলেন,ইয়া রাসুলাল্লাহ(সঃ) আমার এক মাত্র সন্তানকে খুজে পাচ্ছিনা।
এই কথা শুনে সাহাবীদের মাঝে একজন বললেন, আপনার সন্তান অমুক স্থানে বাচ্চাদের সাথে খেলতে দেখেছি। এই কথা
শুনে আগন্তক খুশীতে আত্মহারা হয়ে দৌড়ে ছেলের দিকে যাচ্ছিলেন।
এমন সময় নবীজি (সঃ) তাকে ডেকে বললেন, এখন খেলার স্থানে তোমার সন্তানের সাথে দেখা হলে তাকে শুধু নাম ধরেই স্বাভাবিক ভাবে ডাকবে। জড়িয়ে ধরে আদর করিও না।
আগন্তুক জিজ্ঞেস করলেন,ইয়া রাসুলাল্লাহ (সঃ) বুকে ও জড়িয়ে ধরতে পারবো না?
নবীজি (সঃ) বললেন না। কেননা যাদের সাথে তোমার সন্তান খেলছে তাদের মাঝে এমন ও সন্তান থাকতে পারে যে কখনো বাবার আদর পাইনি। বাবা বলে ডাকতে পারেনি। তোমাদের পিতা পুত্রের মুহাব্বত দেখে সে যে অনেক কষ্ট পাবে।
আগন্তুকের সাথে আসা এক বেদুঈন নবীজি (সঃ) এর এমন কথা শুনে চিৎকার করে কান্না করে সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলো।
(দারেমী - নাসায়ী)
সুবহানাল্লাহ
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.