পাবনায় জেলের জালে এ কেমন মাছ!
পাবনার চাটমোহরে একজন জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি মাছ। মঙ্গলবার উপজেলার মুলগ্রাম ইউনিয়নের রতনাই নদী থেকে সেকেন্দার আলী নামের এক জেলের জালে মাছটি ধরা পড়ে।মাছটি লম্বায় ১৫-১৬ ইঞ্চি। সাদা-কালো মিশ্রিত রঙের মাছটির ওজন ২৫০ গ্রাম। এর মাথা থেকে লেজ পর্যন্ত ডোরা কাটা দাগ রয়েছে। বাজারে অন্যান্য মাছের সাথে এই মাছটিও বিক্রির জন্য জেলে সেকেন্দার বাজারে নিয়ে গেলে মাছটি এক নজর দেখতে উৎসুক জনতা ভিড় করতে থাকেন।
সেকেন্দার জানান, গ্রামে রতনাই নদীতে ফাঁস জাল ফেললে অন্যান্য মাছের সাথে এই বিরল প্রজাতির মাছটিও ধরা পড়ে। ক্রেতা না পেলেও মাছটি দেখতে উৎসুক মানুষ ভিড় করেছেন। পরে সিরাজুল ইসলাম নামের স্থানীয় বাসিন্দা অন্য সকল মাছ সহ ওই মাছটিও ৬৫০ টাকায় ক্রয় করে নিয়ে যান।
মাছটির বিষয়ে চাটমোহর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, মাছটি স্বাদু পানির মাছ। বড় নদীর গভীর পানিতে থাকে এই মাছ। ফলে এটি সহজে ধরা পড়ে না। স্রোতের কারণে মাছটি ছোট নদীতে ঢুকে পড়েছে। মাছটি ‘সাকার মাউথ ক্যাট ফিস’ নামে পরিচিত। এর বৈজ্ঞানিক নাম ‘হাইপোসটোমাস প্লিকোসপোমাস’।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.