সেবার নামে কেন এত জনদুর্ভোগ?
রাজধানীতে শতভাগ চলাচল উপযোগী ও নিরাপদ রাস্তা নেই বলে অভিযোগ নগরবাসীর। বছরজুড়ে বিভিন্ন সেবা সংস্থার খনন কাজের কারণে ঝক্কি লেগেই থাকে। খুঁড়ে রাখা সড়ক দ্রুত সংস্কার না করার অভিযোগ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। সব সংস্থার কাজের জন্য রাস্তার এক পাশে জায়গা নির্দিষ্ট করে দেয়ার পরিকল্পনার কথা জানালেন স্থানীয় সরকারমন্ত্রী।ঢাকার রাস্তায় বছরজুড়ে এভাবেই চলে ওয়াসা, বিদ্যুৎ বিতরণ ও টেলি যোগাযোগ কর্তৃপক্ষ, তিতাস গ্যাসসহ বেশ কয়েকটি সংস্থার খননযজ্ঞ। উন্নয়নের দোহাই দিয়ে বার বার এড়িয়ে যাওয়া হয় নাগরিক দুর্ভোগ।
একজন ভুক্তভোগী বলেন, যদি ভালোমতো করত তাহলে তো প্রতিবছর এমন করা লাগত না। লেন অবরুদ্ধ, মাঝখানে উঁচু ঢিবি ও গর্ত তৈরিসহ অবকাঠামোগত ক্ষতিও হয় রাস্তার। ওয়াসা ও সিটি করপোরশেনের ম্যানহোলের ঢাকনা নিয়ে অভিযোগ সবচেয়ে বেশি।
প্রতি বছর রাস্তা খনন বাবদ কোটি কোটি টাকা আয় করে দুটি সিটি করপোরেশন। কিন্তু মানসম্মত ও ঝুঁকিমুক্ত মেরামতের দিকে কোনো সংস্থারই নজর নেই বলে অভিযোগ নাগরিকদের।যদিও ভবিষ্যতে সব প্রতিষ্ঠানকে সমন্বয়ের আশ্বাস দিলেন স্থানীয় সরকারমন্ত্রী।এলজিআরডি মন্ত্রী মো তাজুল ইসলাম বলেন, আমরা একটা বৃহৎ চিন্তাভাবনা করছি। সেগুলো একটু সময় সাপেক্ষ বিষয়। ওয়াসা জানায়, নতুন পাইপ লাইন স্থাপন শেষ হলে যেখানে সেখানে রাস্তা খননের প্রয়োজন হবে না।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.