সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    ‘করোনাকে হাতিয়ার করে বিশ্ব থেকে ইরানকে বিচ্ছিন্ন করতে চায় শত্রুরা’

    image-282696-1582703070

    করোনা ভাইরাস মোকাবিলায় ইরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। এছাড়া ইরানের শত্রুরা করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার ঘটনাকে মোক্ষম সুযোগ হিসেবে কাজে লাগাচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি।মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ে করোনা ভাইরাস মোকাবিলায় স্থাপিত জাতীয় ব্যবস্থাপনা সদরদপ্তরে এক বৈঠকে কথা জানান রুহানি। এ সময় রুহানি বলেন, জীবাণু মুক্তকরণ পদার্থের পাশাপাশি মাস্ক ও অন্যান্য সামগ্রীর কোনো ঘাটতি দেশে নেই। এছাড়া তিনি আরও বলেন, প্রাণঘাতী এ রোগের অজুহাতে বিশ্বব্যাপী ইরান-ভীতি ছড়িয়ে দিয়ে এদেশের সঙ্গে গোটা বিশ্বের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়ার জন্য এতবড় সুযোগ শত্রুরা আর কখনো পায়নি। ধারণা করা হচ্ছে, ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী করোনা ভাইরাসে এমনিতে আক্রান্ত হন নি। এক্ষেত্রে দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের গোয়েন্দা সংস্থা মেসাদের হাত রয়েছে। 

    সোমবার পর্যন্ত ইরানে ৯৫ ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং ৫১ জন মারা গেছেন। তবে আন্তর্জাতিক গণমাধ্যমে মৃতের সংখ্যা এর চেয়ে বেশি বলে তথ্য প্রকাশিত হয়েছে।ইরান বিরোধী গণমাধ্যমগুলো বিষয়টিকে ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করছে বলেও তিনি উল্লেখ করেন।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !