সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    আলজেরিয়া সামরিক বাহিনীর বিস্তারিত!


    বর্তমান বিশ্বে মুসলিম দেশগুলোর ভিতর অন্যতম শক্তিশালী আলজেরিয়া।৯৯% মুসলিম অধ্যুষিত দেশটির সামরিক বাহিনী রাশিয়ার অত্যাধুনিক সকল যুদ্ধাস্ত্র ব্যবহার করে।দেশটির রাশিয়াপ্রীতির অবশ্য কারণ আছে।মূলত ফ্রান্সের শাসনামলে দেশটিতে চালানো ফরাসি সৈন্যদের গণহত্যা দেশটিকে পাশ্চত্যবিদ্বেষী করেছে।

    সামরিক বাহিনী:
    আলজেরিয়ার সামরিক বাহিনীর নাম দি আলজেরিয়ান পিপলস ন্যাশনাল আর্মি।দেশটির সামরিক বাহিনীতে সক্রিয় সৈন্যসংখ্যা ৫,২০,০০০ জন ও রিজার্ভ ৪,০০০,০০০।কোনোরুপ হুমকি না থাকা সত্তেও এত বিপুল সামরিক বাহিনী রাখার কারণ রাশিয়ার শত্রুকে দেশটি নিজের শত্রু মনে করে।২০১৬ সালে দেশটির সামরিক বাহিনীর বাজেট ছিল ১৩ বিলিয়ন।

    ট্যাংক:-
    T-90SA=৫০৫টি
    T-72M/M1/M1M=৫০৫টি
    T-62=৮০০টি
    T-55=৬০০টি
    দেখতেই পারছেন সব রাশিয়ান।তবে মজার কথা কি জানেন দেশটির ট্যাংক বহরে ১ম প্রজন্ম থেকে ৩য় প্রজন্মের ট্যাংকও রয়েছে।
    আলজেরিয়া সামরিক বাহিনী

    অন্যান্য:
    AFV=৬,৭৫৪টি
    Self-Propelled Artillery=২২০টি
    Towed Artillery=২৭০টি
    Rocket Projectors=১৭৬টিনৌবাহিনী:

    মোট নৌবাহিনীর জাহাজ:
    ৮৫টি
    ফ্রিগেট:৮টি
    কর্ভেট:১৩টি
    পেট্রোল ক্রাফট:৪৩টি
    সাবমেরিন:৬টি

    ফ্রিগেট:
    মেকো এ২০০:২টি
    সি ২৮এ:৩টি
    কুনো ক্লাস:৩টি

    কর্ভেট:
    কর্ভেটগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো টিগর ক্লাস।নামে কর্ভেট হলেও একে অনায়সে ফ্রিগেট বলা যায়,জানেন কি এর ডিসপ্লেসমেন্ট ২২০০ টন যেখানে বিএনএস বঙ্গবন্ধুর ২৫০০ টন।এরকম ৬টি সার্ভিসে আছে ও আরো নির্মাণাধীন আছে। 

    সাবমেরিন:
    কিলো ক্লাস ৬৩৬এম:২টি+২টি নির্মাণ চলছে
    কিলো ক্লাস ৮৭৭ইকেএম:২টি
    রোমিও ক্লাস:২টি
    নৌবাহিনীতে মোট ২৫-৩০টি হেলিকপ্টার রয়েছে।

    বিমানবাহিনী:
    মোট বিমান:৫০২টি
    ফাইটার:৮৯টি
    অ্যাটাক:৯৯টি
    ট্রান্সপোর্ট:২৬৬টি
    ট্রেইনার:৬৮টি
    মোট হেলিকপ্টার:২৫৭টি
    অ্যাটাক হেলিকপ্টার:৪০টি

    যুদ্ধবিমান:
    মিগ ২৫:১৩টি
    মিগ ২৯:৩২টি
    সু ২৪:২৩টি
    সু ৩০:৪৪টি
    সু ৩৪:১২টি অর্ডারে
    সু ৩৫:১০টি
    ইয়াক ১৩০:১৬টি


    অ্যাটাক হেলিকপ্টার:
    মি ২৪:৩৪টি
    মি ২৮:৬টি

    আকাশ প্রতিরক্ষা:
    ৬ ব্যাটারী এস-৭৫
    ৮ ব্যাটারী এস-৩০০ পিএমইউ২
    ৫ ব্যাটারী এস-১২৫
    ৪০ ব্যাটারী 2K12 Kub
    ৪৮ সিস্টেম ওসা
    ৭৬ সিস্টেম পান্টসির এস১৪৮ ব্যাটারী বুক এম২.s 400

    এছাড়া অসংখ্য এন্টি এয়ারক্রাফট গান যেমন ZSU-23-4,S-60 ইত্যাদি রয়েছে।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !