আলজেরিয়া সামরিক বাহিনীর বিস্তারিত!
বর্তমান বিশ্বে মুসলিম দেশগুলোর ভিতর অন্যতম শক্তিশালী আলজেরিয়া।৯৯% মুসলিম অধ্যুষিত দেশটির সামরিক বাহিনী রাশিয়ার অত্যাধুনিক সকল যুদ্ধাস্ত্র ব্যবহার করে।দেশটির রাশিয়াপ্রীতির অবশ্য কারণ আছে।মূলত ফ্রান্সের শাসনামলে দেশটিতে চালানো ফরাসি সৈন্যদের গণহত্যা দেশটিকে পাশ্চত্যবিদ্বেষী করেছে।
সামরিক বাহিনী:
আলজেরিয়ার সামরিক বাহিনীর নাম দি আলজেরিয়ান পিপলস ন্যাশনাল আর্মি।দেশটির সামরিক বাহিনীতে সক্রিয় সৈন্যসংখ্যা ৫,২০,০০০ জন ও রিজার্ভ ৪,০০০,০০০।কোনোরুপ হুমকি না থাকা সত্তেও এত বিপুল সামরিক বাহিনী রাখার কারণ রাশিয়ার শত্রুকে দেশটি নিজের শত্রু মনে করে।২০১৬ সালে দেশটির সামরিক বাহিনীর বাজেট ছিল ১৩ বিলিয়ন।
ট্যাংক:-
T-90SA=৫০৫টি
T-72M/M1/M1M=৫০৫টি
T-62=৮০০টি
T-55=৬০০টি
দেখতেই পারছেন সব রাশিয়ান।তবে মজার কথা কি জানেন দেশটির ট্যাংক বহরে ১ম প্রজন্ম থেকে ৩য় প্রজন্মের ট্যাংকও রয়েছে।
আলজেরিয়া সামরিক বাহিনী
অন্যান্য:
AFV=৬,৭৫৪টি
Self-Propelled Artillery=২২০টি
Towed Artillery=২৭০টি
Rocket Projectors=১৭৬টিনৌবাহিনী:
মোট নৌবাহিনীর জাহাজ:
৮৫টি
ফ্রিগেট:৮টি
কর্ভেট:১৩টি
পেট্রোল ক্রাফট:৪৩টি
সাবমেরিন:৬টি
ফ্রিগেট:
মেকো এ২০০:২টি
সি ২৮এ:৩টি
কুনো ক্লাস:৩টি
কর্ভেট:
কর্ভেটগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো টিগর ক্লাস।নামে কর্ভেট হলেও একে অনায়সে ফ্রিগেট বলা যায়,জানেন কি এর ডিসপ্লেসমেন্ট ২২০০ টন যেখানে বিএনএস বঙ্গবন্ধুর ২৫০০ টন।এরকম ৬টি সার্ভিসে আছে ও আরো নির্মাণাধীন আছে।
সাবমেরিন:
কিলো ক্লাস ৬৩৬এম:২টি+২টি নির্মাণ চলছে
কিলো ক্লাস ৮৭৭ইকেএম:২টি
রোমিও ক্লাস:২টি
নৌবাহিনীতে মোট ২৫-৩০টি হেলিকপ্টার রয়েছে।
বিমানবাহিনী:
মোট বিমান:৫০২টি
ফাইটার:৮৯টি
অ্যাটাক:৯৯টি
ট্রান্সপোর্ট:২৬৬টি
ট্রেইনার:৬৮টি
মোট হেলিকপ্টার:২৫৭টি
অ্যাটাক হেলিকপ্টার:৪০টি
যুদ্ধবিমান:
মিগ ২৫:১৩টি
মিগ ২৯:৩২টি
সু ২৪:২৩টি
সু ৩০:৪৪টি
সু ৩৪:১২টি অর্ডারে
সু ৩৫:১০টি
ইয়াক ১৩০:১৬টি
অ্যাটাক হেলিকপ্টার:
মি ২৪:৩৪টি
মি ২৮:৬টি
আকাশ প্রতিরক্ষা:
৬ ব্যাটারী এস-৭৫
৮ ব্যাটারী এস-৩০০ পিএমইউ২
৫ ব্যাটারী এস-১২৫
৪০ ব্যাটারী 2K12 Kub
৪৮ সিস্টেম ওসা
৭৬ সিস্টেম পান্টসির এস১৪৮ ব্যাটারী বুক এম২.s 400
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.