সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    AC Tonnage ক্যালকুলেশন!

    ac এর ছবির ফলাফল

    ১। AC কে টনে প্রকাশ করা হয় কিন্তু KW-এ প্রকাশ করা হয় না কেন?
    ২।১ টন সমান কত KW ?
    ৩। ২ টন AC-তে কত আম্পিয়ার কারেন্ট নেয় Single Phase and Three Phase-এ?
    ৪।MCB এর সাইজ কত হবে ২ টন ও ১ টন এসি এর জন্য?

    ১ নং এর উত্তরঃ এসিকে টনে প্রকাশ করা হয় তার কারন হল প্রতি ঘন্টায় কি পরিমাণ তাপ রোম থেকে remove করতে পারে এর উপর ভিত্তি করে এসিকে তৈরি করা হয়।তার মানে এটা তাপের সাথে সম্পর্কিত। টন হল তাপের একটি একক। কোন এসি যদি প্রতি ঘন্টায় ১২০০০ বিটিউ বা ১০০০ কিলোক্যালরি বা ৪১২০ কিলোজুল তাপ remove করতে পারে তাকে এক টন এসি বলে। এজন্ন এসিকে টন হিসাবে তৈরি হয়। BTU = British thermal unit

    ২ নং এর উত্তরঃ ১ টন রেফ্রিজারেশন হল প্রায় ১২০০০ বিটিউ/ ঘন্টা এর সমান বা ৩৫১৬.৮৫২৮ ওয়াট এর সমান। One RT(Refrigeration Ton) = 3.5168528 kW… 1 RT = 3.5168528 kW এটা হল তাপ অপসারন ক্ষমতা। কিন্তু ইলেকট্রিক ক্ষমতা হল প্রায় ১২০০ থেকে ১৫০০ watt.

    ৩ নং এর উত্তরঃ মনে করা যাক, 230VAC and Power factor = Cosθ = 0.95, Single Phase AC system 1 Ton = 1.5 kW. 2 Ton = 2 x 1.5 KW =3KW Power in a Single Phase AC System
    আমরা জানি,
    P = VxI Cosθ=২ টন= 3000 ওয়াট
    তাহলে
    I = P / (V x Cosθ)….. Where Cosθ = Power factor
    I = 3000W / (230V x .95)
    I(কারেন্ট) = 13.72A
    Three Phase System
    মনে করা যাক, 440V and Power factor = Cosθ = 0.85 , P=২ টন=3000 ওয়াট
    আমরা জানি,
    P =√3 x VLxIL Cosθ
    I = P /( √3xVxCosθ)
    I = 3000W / (1.732 x 440V x .85)
    Where Cosθ = Power factor and √3 = 1.732 I = 4.66 A
    তাহলে ২ টন এসি এর কারেন্ট লাগে 4.66 এয়াম্পিয়ার(Three Phase)

    ৪ নং এর উত্তরঃ
    আমরা উপরে ক্যালকুলেশন করে কারেন্ট বের করলাম Single Phase 13.72, Three phase 4.66
    সাধারণত স্টারটিং এর সময় বেশি কারেন্ট টানে ফুল লোড আবস্থায় সব কিছু বিবেচনা করে দেখা যায়
    সিঙ্গেল ফেজ এর জন্য 25A MCB Class C and থ্রি ফেজের জন্য 10A Class C MCB ব্যবহার করলে চলবে!!

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !