পাকিস্তান নয়, এশিয়া কাপ হচ্ছে দুবাইয়ে: সৌরভ!
এশিয়া কাপ-২০২০ হওয়ার কথা পাকিস্তানে। তবে সেখানে সম্ভবত তা হচ্ছে না! ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলির বিবৃতিতে এ আভাস পাওয়া গেছে।শুক্রবার তিনি জানিয়েছেন, সেপ্টেম্বরে হতে চলা এশিয়া কাপ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। সম্ভবত সেটা দুবাইয়ে। তাতে ভারত ও পাকিস্তান দুদলই খেলবে।
২০১২-১৩ সালে শেষবার ভারতে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে আসে পাকিস্তান। এরপর আর দুদল কোনো দিন দ্বিপক্ষীয় সিরিজে একে অপরের দেশের মাটিতে মুখোমুখি হয়নি।এবার এশিয়া কাপের আসর বসার কথা পাকিস্তানে। তবে বিসিসিআই'র তরফে স্পষ্ট জানিয়ে দেয়া হয়েছে, দেশটিতে এশিয়ার ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই হলে ভারত অংশগ্রহণ করবে না।এদিনের ঘোষণার পর আগামী ৩ মার্চ দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বৈঠকে যোগ দিতে যাচ্ছেন সৌরভ। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
এর আগে সবশেষ ২০১৯ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে মোকাবেলা করে ভারত- পাকিস্তান। সেই মহারণে একপেশে খেলে পাক ব্রিগেডকে হারের তিক্ত স্বাদ দেয় টিম ইন্ডিয়া।এরপর ফের এশিয়া কাপে হতে যাচ্ছে ইন্দো-পাক লড়াই। স্বভাবতই ম্যাচটি দেখতে মুখিয়ে বিশ্বের কোটি ক্রিকেটপ্রেমী।
তথ্যসূত্র: ক্রিকবাজ/ওয়ান ইন্ডিয়া।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.