সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    করোনায় হাজার মৃত্যুর পর হঠাৎ উদয় হলেন চীনা প্রেসিডেন্ট!

    করোনা

    চীনে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ হাজার ১৬ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ১৭১ জন।এর মধ্যে গতকাল সোমবার করোনাভাইরাস ১০০ জনের প্রাণ কেড়ে নিয়ে নতুন রেকর্ড গড়েছে।আর এমন দিনে হঠাৎ উদয় হলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।সোমবার সকালে তিনি বেইজিংয়ের ডিতান হাসপাতালে পরিদর্শনে যান, যেখানে করোনা আক্রান্ত রোগীরা ভর্তি রয়েছেন।

    এ সময় তোলা একটি ছবিতে জিনপিংকে করোনাভাইরাসের টেস্ট করাতে দেখা যায়।হাসপাতালে ঢোকার আগে তিনি পুরোদস্তুর বর্ম পরে নিলেন। মুখে মাস্ক, হাতে গ্লাভস। আক্রান্তদের সঙ্গে দেখা করলেন। তার পর কথা বললেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের সঙ্গে।তাদের বুঝিয়ে দিলেন, আরও সচেতন হয়ে, আরও নিশ্চিত হয়ে তবেই পদক্ষেপ করতে হবে।

    পরে সেখান থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উহানের স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন প্রেসিডেন্ট শি জিনপিং।তিনি বলেন, চীন করোনাভাইরাসের মতো ‘দৈত্য’-এর বিরুদ্ধে কঠিন লড়াই করছে। শুধু সংস্পর্শেই এই রোগের সংক্রমণ এতটাই ছড়িয়ে পড়ছে, যা সার্সের চেয়েও ভয়াবহ হয়ে উঠেছে।শি জিনপিং বলেন, আত্মবিশ্বাস রয়েছে যে, আমরা অবশ্যই এই ভাইরাসের সঙ্গে যুদ্ধে জয়ী হব। তিনি বলেন, আমাদের এই ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করা উচিত। আমাদের আত্মবিশ্বাস থাকতে হবে যে, আমরা অবশ্যই জিতব।

    তবে তার এমন হঠাৎ অবতার নিয়ে নেটিজেনদের মধ্যে নানা প্রশ্ন উঠেছে। কারণ করোনা বিপর্যস্ত দেশের প্রেসিডেন্ট নিরুদ্দেশ ছিলেন মহামারী শুরু হওয়ার পর থেকেই। 

    সূত্র: বিবিসি, সংবাদ প্রতিদিন।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !