ভুলে করোনাভাইরাস রোগীকে ছেড়ে দিল মার্কিন হাসপাতাল!
উহানে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেয়া প্রথম রোগীকে ভুলে ছেড়ে দিয়েছে সান ডিয়াগোর একটি হাসপাতাল। তবে প্রাথমিক পরীক্ষায় তিনি এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হননি বলেই দেখা গিয়েছে।সোমবার স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাতে সিএনএন এমন খবর দিয়েছে।
গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ফ্লাইটে ম্যারিন কোর্পস এয়ার স্টেশন মিরামারে পৌঁছান তিনি। পরে তার শরীরে সম্ভাব্য ভাইরাসের লক্ষণ প্রকাশ পাওয়ায় আরও তিন জনের সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
প্রাথমিক সিডিএস পরীক্ষায় দেখা গেছে, চার রোগীর শরীরে নোভেল করোনাভাইরাস নেই। তাদের রোববার ছেড়ে দেয়া হয় এবং মিরামারে কেন্দ্রীয় কোয়ারিন্টিনে ১৪ দিনের জন্য ফেরত নিয়ে আসা হয় তাদের।
এক বিবৃতিতে সান দিয়াগো স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, চলতি সকালে, সিডিএস কর্তৃপক্ষ তাদের জানিয়েছে যে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া চার রোগীর মধ্যে একজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। পরে তাকে পর্যবেক্ষণের জন্য ফেরত নিয়ে আসা হয়েছে।
ভাইরাস পরীক্ষার পর সোমবার আরও এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তারা দুজনই ভালো আছেন বলে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে।
এ নিয়ে যুক্তরাষ্ট্রে ১৩ করোনাভাইরাস আক্রান্ত রোগীর খোঁজ পাওয়া গেছে। এর মধ্যে ১১জন উহানে সফরে গিয়েছিলেন, বাকিজন দুজন তাদের সংস্পর্শে আক্রান্ত হয়েছেন।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.