সালমান ভক্ত এক বৃদ্ধর কাণ্ড!
বলিউড তারকা সালমান খানকে দেখতে ৬০০ কিলোমিটার সাইকেল চালালেন ভূপেন লাইকসন নামের এক বৃদ্ধ।সম্প্রতি এমন ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের আসামের গৌহাটিতে।
সংবাদ প্রতিদিন জানিয়েছে, আজ শনিবার বলিউড তারকাদের ৬৫তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে গৌহাটিতে।এই অনুষ্ঠানে সালমান খানকে দেখতে নদী-প্রান্তর পেরিয়ে প্রায় ৬০০ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে গৌহাটিতে পৌঁছেছেন ওই বৃদ্ধ।খবরে বলা হয়, তিনসুকিয়ার জাগুন নামক এক জায়গা থেকে সাইকেল নিয়ে ভূপেন পাড়ি দিয়েছিলেন গৌহাটির উদ্দেশে। ৮ ফেব্রুয়ারি বাড়ি থেকে বেরিয়ে পড়েন সাইকেলটি নিয়ে।
ইতিমধ্যে নির্ধারিত দিনের আগেই তিনি পৌঁছে গেছেন গৌহাটিতে। প্রিয় অভিনেতা সালমান খান আসবেন ফিল্ম ফেয়ারে। তাকে কাছ থেকে দেখবেন এই তার বাসনা।প্রিয় অভিনেতা সালমান সাইকেল চালাতে ভালোবাসেন। তাই তার জন্য নিজে হাতে একটি বোর্ডও সাজিয়ে নিয়ে এসেছেন ভূপেন।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.