করোনাভাইরাস শনাক্তে ৫০০ কিট দিচ্ছে চীন
করোনাভাইরাস শনাক্তে চীন বাংলাদেশকে দিচ্ছে ৫০০ কিট। আর চীন সরকারকে মাস্ক, গ্লাভস উপহার দিয়েছে বাংলাদেশ।রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন ও ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং।
চীনের রাষ্ট্রদূত বলেন, করোনাভাইরাস শনাক্তে চীন সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে ৫০০ কিট উপহার দেয়া হয়েছে। এসব কিট দিয়ে ভাইরাস শনাক্ত করা সম্ভব হবে। আগামী দুদিনের মধ্যে কিটগুলো বাংলাদেশে পৌঁছাবে।এ সময় রাষ্ট্রদূত চীন সরকারের দেয়া এই উপহারের কপি পররাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেন।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনাভাইরাস নিয়ে সমবেদনা প্রকাশ করে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, চীন সরকারকে মাস্ক, গ্লাভস উপহার দিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী চীনা রাষ্ট্রদূতকে প্রধানমন্ত্রীর দেয়া চিঠি হস্তান্তর করেন।উল্লেখ্য, চীনের উহানে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম ধরা পড়ে। এ পর্যন্ত ১৬৬৫ জন এই ভাইরাসে মারা গেছেন, যার বেশিরভাগ চীনা নাগরিক। আর বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৬৯ হাজারের কিছু বেশি।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.