Tuesday, September 23.

সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

কাবাডি বিশ্বকাপের সেমিতে ভারত-পাকিস্তান!

image-278271-1581656038

অনভিজ্ঞ অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালোই খেলেছে পাকিস্তান কাবাডি দল। বৃহস্পতিবার ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে প্রতিপক্ষকে ৬২-২৫ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান।‘এ’ পুলে ইরানকে ৫০-৩০ পয়েন্টে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে ভারত। যদিও আলাদাভাবে ইরান ও অস্ট্রেলিয়াও সেমিতে উঠেছে।

‘বি’ পুলের লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে প্রথম রেইডে নামে পাকিস্তান। পাকিস্তানের পক্ষে ভালো পয়েন্ট তোলেন অধিনায়ক ইরফান মানা, লালা ওবায়দুল্লাহ, কালিমুল্লাহ জাট, বিলাল মোহসিন দিল্লন।অন্যপক্ষে পাকিস্তানের স্টপার মোশাররফ জানজুয়া, শানি বাসরা, জাফর ইকবালরাও ভালো ফর্মে ছিলেন। এদিকে টসে জিতে ইরানের বিপক্ষে নিজেদের শ্রেষ্ঠত্ব শেষ পর্যন্ত ধরে রাখতে সক্ষম হয় ভারত। প্রথম অর্ধেকে পয়েন্টের ভারতের কাছাকাছি থাকলেও দ্বিতীয়ার্ধে তারা ব্যাপকভাবে পিছিয়ে পড়ে।

ভারতের দীপক খাসি, নভজিং সিং জোতা, বীনয় কাত্রি ও আর্শা জোলা ভালো ফর্মে ছিলেন। অন্যদিকে ইরানের মেসাল কামারি, মুস্তফা সাদিকি, আমির মোহাম্মদও ভালো করেন।ওদিকে সিয়েরা লিওন জার্মানির বিপক্ষে টস জিতলেও ৪৩-১৪ পয়েন্টে তারা হেরে যায়।

No comments

If you have any doubt, please let me know that with your valuable comments.

পৃষ্ঠা

সর্বশেষ খবর

COVID-19 থেকে বাঁচার উপায় !

CovidUpdated1