Tuesday, September 23.

সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

ভারতপ্রীতি বাংলাদেশিদের ‘কুলাঙ্গার’ বললেন আসিফ নজরুল!

image-277174-1581400009

ভারতপ্রীতি ও ভারতভীতি বাংলাদেশিদের কুলাঙ্গার বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।মঙ্গলবার সকালে নিজের ফেসবুক পেজে তিনি এ মন্তব্য করেন।

আসিফ নজরুল বলেন, ‘আপনার মাকে কেউ অপমান করলে কী করবেন? প্রতিবাদ করবেন, রুখে দাঁড়াবেন। কে অপমান করল, সে কোন ধর্মের, কোন জাতির বা তার কী পরিচয়, কিছুই বিবেচনায় আনবেন না।’ তিনি বলেন, ‘দেশপ্রেম থাকলে আপনার দেশকে অপমান করলেও এভাবে প্রতিক্রিয়া দেখানোর কথা। কে অপমান করল এটি তখন বিবেচনার বিষয় হবে না।’

‘কিন্তু এ দেশে কিছু কুলাঙ্গারের কাছে সেটি বিবেচনার বিষয়। ভারতের খেলোয়াড় আমাদের পতাকা টেনে ছিঁড়েছে, এটি তাদের কাছে প্রতিবাদের বিষয় না। সীমান্ত হত্যা রুখে দাঁড়ানোর বিষয় না। দেশের সম্পদ আর স্বার্থে ভারতের দাপট প্রতিরোধ করার বিষয় না।’ ঢাবির এ অধ্যাপক আরও বলেন, ‘দেশপ্রেম আর আত্মমর্যাদা হারিয়ে ফেলা এ নষ্ট মানুষদের জন্য ধিক্কার। দেশপ্রেম না, তাদের হৃদয় ঠাসা ভারতপ্রীতিতে বা ভারতভীতিতে।’

সূত্র- যুগান্তর

No comments

If you have any doubt, please let me know that with your valuable comments.

পৃষ্ঠা

সর্বশেষ খবর

COVID-19 থেকে বাঁচার উপায় !

CovidUpdated1