সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    যুক্তরাষ্ট্র থেকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে ভারত, কী বলছে পাকিস্তান?



    মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অত্যাধুনিক সম্বনিত বিমান প্রতিরক্ষা অস্ত্র ব্যবস্থা কিনছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। এ বিষয়টি ভালোভাবে নেয়নি পাকিস্তান। দেশটি বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত তাদেরকে বিচলিত করেছে। পাকিস্তানের রাষ্ট্রীয় বেতার রেডিও পাকিস্তানের বরাত দিয়ে এ খবর জানিয়েছে তুর্কি রাষ্ট্রীয় সংস্থা আনাদলু।
    বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র আয়েশা ফারুকি ইসলামাবাদে নিয়মিত সাপ্তাহিক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান। তিনি বলেন, ভারতে এ ধরনের অত্যাধুনিক অস্ত্র বিক্রি দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্য এবং পাকিস্তান ও এ অঞ্চলের নিরাপত্তার ওপর প্রভাব ফেলবে।

    ট্রাম্প প্রশাসন চলতি সপ্তাহের আগে দিল্লির সঙ্গে পৌনে ২ বিলয়ন ডলারের অত্যাধুনিক অস্ত্র বিক্রির বিষয়টি সম্পন্ন করেন। ভারত তাদের সামরিক বাহিনী আধুনিকীকরণের জন্য এসব অস্ত্র কিনছে।

    আয়েশা ফারুকির অভিযোগ, ওয়াশিংটন ও নয়াদিল্লির প্রতিরক্ষা সম্পর্ক দক্ষিণ এশিয়ার শান্তি ও নিরাপত্তা অস্থিতিশীল করে তুলবে।তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় সর্ম্পূণভাবে সচেতন রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের আগ্রাসনি নীতির বিষয়ে। এ সময় তিনি ভারতীয় রাজনৈতিক নেতা ও সেনাবাহিনীর নেতৃত্বের আগ্রাসন নীতির বিষয়টিও ইঙ্গিত করেন।

    পাক পররাষ্ট্রমন্ত্রণালয়ের এ মুখপাত্র সতর্ক করে বলেন, এই অঞ্চলটি অস্ত্রের লড়াই ও সংঘর্ষ বহনে সক্ষম নয়। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে এ অঞ্চলকে অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে রক্ষার আহ্বান জানান।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !