সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং

    Image result for ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং"
    ১/ ইলেকট্রিক্যাল ওয়্যারিং কাকে বলে?
    উত্তরঃ কোন নির্দিষ্ট স্থান বা স্থানসমূহে বিদ্যুৎ সরবরাহ দেওয়ার নিমিত্তে সুষ্ঠু ও নিয়মতান্ত্রিকভাবে তারের বিন্যাসকে ইলেকট্রিক্যাল ওয়্যারিং বলে।
    ২/ ফাইনাল সাব সার্কিট কাকে বলে ?
    উত্তরঃ ডিস্ট্রিবিউশন ফিউজ বোর্ড হতে সুইচ বোর্ড এবং প্রত্যেকটি লোড পয়েন্টে যেসব লাইন থাকে, তাকে ফাইনাল সাব সার্কিট বলে।
    ৩/ ওয়্যারিং এর শ্রেণিবিভাগ।
    উত্তরঃ (১) অভ্যন্তরীন ওয়্যারিং (২) ওভারহেড ওয়্যারিং (৩) আন্ডারগ্রাউন্ড ওয়্যারিং ।
    *ওয়্যারিং এ ব্যবহৃত মালামাল ও পদ্ধতি অনুযায়ী অভ্যন্তরীন ওয়্যারিংকে নিম্নলিখিত কয়েকভাগে ভাগ করা যায় যথাঃ (ক) ক্লিট ওয়্যারিং (খ) ব্যাটেন ওয়্যারিং (গ) কেসিং ওয়্যারিং (ঘ) এম এস ওয়্যারিং (ঙ) কন্ডুইট ওয়্যারিং (চ) ট্রাংকিং ওয়্যারিং ।
    *কন্ডুইট ওয়্যারিং আবার তিন প্রকার যথাঃ (ক) সারফেস কন্ডুইট ওয়্যারিং (খ) কনসিল্ড কন্ডুইট ওয়্যারিং (গ) ফ্লেক্সিবল কন্ডইট ওয়্যারিং ।
    ৪/ চ্যানেল ওয়্যারিং কি ?
    উত্তরঃ PVC এর তৈরী এক ধরনের বিশেষ চ্যানেল এর মধ্যে তার টেনে যে ওয়্যারিং করা হয় তাকেই চ্যানেল ওয়্যারিং বলে।
    ৫/ সারফেস কন্ডুইট ওয়্যারিং কী ?
    উত্তরঃ ছাদ বা দেয়ালের উপরে কন্ডুইট পাইপ বসিয়ে তার মধ্য দিয়ে তার টেনে যে ওয়্যারিং করা হয়, তাকে সারফেস কন্ডুইট ওয়্যারিং বলা হয়।
    ৬/ কন্ডুইট কাকে বলে? এবং কন্ডুইট ওয়্যারিং কাকে বলে ?
    উত্তরঃ কন্ডুইট: লোহা, ইস্পাত, বা পিভিসি এর পাইপ যা বৈদ্যুতিক তার ক্যাবল নিরাপদে রাখার জন্য ব্যবহৃত হয় তাকে কন্ডুইট বলে।
    কন্ডুইট ওয়্যারিং: কন্ডুইট এর ভিতর দিয়ে ইন্সুলেটেড ক্যাবলের ওয়্যারিং করাকে কন্ডুইট ওয়্যারিং বলে।
    ৭/ কনসিল্ড কন্ডুইট ওয়্যারিং কাকে বলে ?
    উত্তরঃ ছাদ বা দেয়ালের মধ্যে খাঁজ কেটে কন্ডুইট পাইপ বসিয়ে যে ওয়্যারিং করা হয় তাকেই কনসিল্ড কন্ডুইট ওয়্যারিং বলে।
    ৮/ চ্যানেল ওয়্যারিং এর সুবিধাগুলো লেখ।
    উত্তরঃ (ক) এটি দেখতে সুন্দর (খ) এতে খরচ কম লাগে (গ) এটি সহজে রক্ষনাবেক্ষন করা যায় (ঘ) এটি দীর্ঘস্থায়ী (ঙ) এটি সহজে স্থাপন করা যায় (চ) এতে শ্রম মজুরি কম লাগে।
    ৯/ বর্তমানে কোন ধরনের ওয়্যারিং বহুল প্রচলিত এবং কেন ?
    উত্তরঃ বর্তমানে চ্যানেল ওয়্যারিং বহুল প্রচলিত কারন: (ক) এটি দেখতে সুন্দর (খ) এতে খরচ কম লাগে (গ) এটি সহজে রক্ষনাবেক্ষন করা যায় (ঘ) এটি দীর্ঘস্থায়ী (ঙ) এটি সহজে স্থাপন করা যায় (চ) এতে শ্রম মজুরি কম লাগে।
    ১০/ কন্ডুইট ওয়্যারিং এর ৪ টি ফিটিংস এর নাম লেখ।
    উত্তরঃ (ক) কন্ডুইট (খ) অ্যালবো (গ) স্যাডেল (ঘ) বেন্ড।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !