করোনা থেকে বাঁচতে অ্যালকোহল পান, ইরানে ৭২৮ জনের মৃত্যু

মহামারী কোভিড-১৯ থেকে বাঁচতে বিষাক্ত অ্যালকোহল পান করে মধ্যপ্রাচ্যের দেশ ইরানে সাত শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। তাদের ধারণা ছিল– অ্যালকোহল পান করলে করোনাভাইরাস কাছে ঘেঁষবে না। খবর আলজাজিরার।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, অ্যালকোহল পান করে গত ২০ ফেব্রুয়ারি থেকে ৭ এপ্রিল পর্যন্ত ইরানে ৭২৮ জনের মৃত্যু হয়েছে। গত বছর থেকেই ইরানে অ্যালকোহল পান করে মৃত্যুর হার বাড়তে দেখা গেছে। করোনাভাইরাস মহামারীর মধ্যে চলতি মাসে প্রকাশিত সরকারি এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুস জাহানপুর আলজাজিরাকে জানিয়েছেন, ৫ হাজার ১১ জন বিষাক্ত অ্যালকোহল পান করে অসুস্থ হয়েছেন। তাদের প্রায় ৯০ জনের চোখে সমস্যা দেখা দিয়েছে। এর আগে গত বছর অ্যালকোহল পান করে মৃত্যু হয়েছিল ৬৬ জনের।
গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। এর পর এই ভাইরাস ২১০ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে মহামারী ঘোষণা করেছে।
মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে করোনাভাইরাস। দেশটিতে এখন পর্যন্ত ৯১ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। অপরদিকে মারা গেছে ৫ হাজার ৮০৬ জন।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.