উহানের হাসপাতালগুলোতে কোনো করোনা রোগী নেই!
চীনের উহান শহর থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এ ভাইরাসটির প্রকোপে কাঁপছে গোটা বিশ্ব। এমন সময়ে চীন দাবি করছে উহানের হাসপাতালগুলোতে কোনো করোনা রোগী নেই। রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ কথা আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে জানানো হয়েছে।
গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরের একটি বাজার থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। এর পরই চীনের কয়েকটি প্রদেশে দ্রুত ছড়ায় এ ভাইরাসটি। পরবর্তীতে এ প্রাণঘাতী ভাইরাসটি মহামারী আকারে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। করোনাভাইরাসে বিশ্বে এ পর্যন্ত ২৯ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। আর এ ভাইরাসটিতে এ পর্যন্ত ২ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৮ লাখ ৪২ হাজার জন।
এদিকে এক সংবাদ সম্মেলনে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের মুখপাত্র এমআই ফেং জানিয়েছেন, ২৬ এপ্রিল নতুন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা শূন্যের কোঠায়। এ সময় তিনি উহান এবং দেশটির মেডিকেল কর্মীদের ধন্যবাদ জানান।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.