করোনা পরিস্থিতিতে এবার ৫০,০০০ কোটির প্যাকেজ ঘোষণা কেন্দ্রের!

রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়ে দিলেন রিভার্স রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে করা হলো ৩.৭৫ শতাংশ। আগে ছিল ৪ শতাংশ। তবে রেপো রেট অপরিবর্তিত রাখা হচ্ছে বলে তিনি জানান। এর আগে ২৭ মার্চ রিজার্ভ ব্যাংক রেপো রেট ৭৫ বেসিস পয়েন্ট কমিয়ে৪.৪০ করেছিল। তার আগে রেপো রেট ছিল ৫.১৫ শতাংশ।
রিভার্স রেপো রেট হল যে সুদের হারে রিজার্ভ ব্যাংক ব্যাংকের কাছ থেকে ঋণ নেয়। রিজার্ভ ব্যাংকের মনিটারি পলিসি কমিটি আজ এমন সিদ্ধান্ত নিয়েছে। এদিকে এদিন রিজার্ভ ব্যাংকের গভর্নর ঘোষণা করেন ছোট শিল্পের কথা মাথায় রেখে ৫০,০০০ কোটি টাকার বিশেষ আর্থিক সহায়তা প্যাকেজ। যা নাবার্ড, সিডবি এবং এন এইচ বি মারফত দেওয়া হবে। নাবার্ড এর মাধ্যমে ২৫,০০০ কোটি টাকা, সিডবি মারফত ১৫,০০০ কোটি টাকা এবং এনএইচ বি মারফত ১০০০০ কোটি টাকা আর্থিক সহায়তার ব্যবস্থা করা হচ্ছে।
বৃহস্পতিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার পর আজ শুক্রবার সাংবাদিক বৈঠক করলেন রিজার্ভ ব্যাংকের গভর্নর। এদিন রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে ব্যাংক গুলিকে জানানো হয়েছে কোন বিজ্ঞপ্তি আসা না অবধি যেন ডিভিডেন্ট পে আউট না করা হয়। এদিকে রিজার্ভ ব্যাংকের গভর্নরের ঘোষণার সময় শেয়ার বাজারকে বেশ চাঙ্গা দেখা যায়। সেনসেক্স এবং নিফটি উভয় সূচককে এদিন সকালে উপরে উঠতে দেখা যায়। সেনসেক্স ৫৬০ পয়েন্ট এবং নিফটি ২৪০ পয়েন্ট উপরে উঠতে দেখা গিয়েছে। এদিন সকালে বিশেষত ব্যাংক আর্থিক সংস্থা শেয়ারের দাম বৃদ্ধি হতে দেখা গিয়েছে।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.