সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    জার্মানিতে আক্রান্তের অর্ধেকই সুস্থ হয়ে উঠছেন!

     
    প্রাণঘাতি করোনাভাইরাসে জার্মানিতে যত মানুষ আক্রান্ত হচ্ছেন, তাদের অর্ধেকই সুস্থ হয়ে উঠেছেন বলে জানা গেছে।  সোমবার দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে বিবিসি এ খবর জানিয়েছে। জার্মানিতে মৃত্যু হারও সবচেয়ে কম বলে দাবি করেছেন তারা। খবরে বলা হয়, জার্মানিতে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৭ হাজার ৮৫৪ জন। ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৩৭ জন।

    এদের অর্ধেকই সুস্থ হয়ে গেছেন। মারা গেছে ৩ হাজার ২২ জন। স্পেনে সুস্থ হওয়ার হার ৩৭ শতাংশ, ইতালিতে ২২ শতাংশ, ফ্রান্সে ২১ শতাংশ। যুক্তরাজ্যে এই হার ০.৩ শতাংশ। করোনাভাইরাসে বিশ্বের সবচেয়ে বিপর্যস্ত দেশ যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত হয়েছে। বর্তমানে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৬০ হাজার ৩০০ জন এবং মারা গেছে ২২ হাজার ৪২১ জন। 

    এছাড়া ইতালিতে আক্রান্ত ১ লাখ ৫৬ হাজার ৩৬৩, মারা গেছে ১৯ হাজার ৮৯৯ জন। স্পেনে মোট আক্রান্ত ১ লাখ ৬৬ হাজার ৮৩১, মারা গেছে ১৭ হাজার ২০৯ জন।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !