ইতালিতে করোনায় মৃত্যুর সংখ্যা ২৫ হাজার ছাড়াল!

করোনাভাইরাসে বিপর্যস্ত ইউরোপের দেশ ইতালিতে দিন দিন মৃত্যু সংখ্যা কমছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৪৩৭ জন, যা আগের দিনের তুলনায় কিছুটা কম। মঙ্গলবার এ সংখ্যা ছিল ৫৩৪ জন। এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে।
বুধবার ইতালির সিভিল প্রোটেকশন এজেন্সি জানিয়েছে, এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ২৫ হাজার ৮৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৩৭০ জন। সে হিসাবে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮৭ হাজার ৩২৭ জনে দাঁড়াল। সুস্থ হয়েছেন ৫৪ হাজার ৫৪৩ জন।
একই রকম তথ্য দিয়েছে করোনায় প্রাণহানি ও অসুস্থদের পরিসংখ্যান সরবরাহকারী আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার। ইতালির লোম্বার্দি শহর করোনায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। মোট মৃতের অর্ধেকই সেখানে। লোম্বার্দিকে দেশটির করোনার আঁতুড়ঘর বলা হচ্ছে।
এখন পর্যন্ত সেখানে অন্তত ১২ হাজার ৭৪০ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে ইতালির স্বাস্থ্য বিভাগ। এদিকে আক্রান্ত ও মৃত্যুর হার নিম্নগামী হতে থাকায় লকডাউন শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে ইতালির সরকার। দেশটির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে জানিয়েছেন, আগামী ৪ মে থেকে পরিস্থিতি বিবেচনা করে বিভিন্ন অঞ্চল থেকে ধারাবাহিকভাবে লকডাউনও বিধিনিষেধগুলো উঠিয়ে নেয়া হবে।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.