করোনার চিকিৎসায় প্লাজমা থেরাপি প্রয়োগ করবে ব্রিটেন!
করোনাভাইরাসে আক্রান্ত যেসব ব্যক্তি সুস্থ হয়ে উঠেছেন তাদের রক্ত ব্যবহার করে এই ভাইরাসে আক্রান্ত অন্য রোগীদের চিকিৎসা করার পরিকল্পনা করছে ব্রিটেনের বিজ্ঞানীরা। এই চিকিৎসা পদ্ধতিকে বলা হয় কনভালসেন্ট প্লাজমা থেরাপি। তারা বলছেন, এই রোগ থেকে সেরে উঠা ব্যক্তিদের রক্ত দেয়ার আহবান জানিয়েছে। এনএইচএস ব্লাড এন্ড ট্রান্সপ্ল্যান্ট বলছে, এই রক্ত দিয়ে চিকিৎসার বিষয়ে তারা পরীক্ষা চালাবে।
বিজ্ঞানীরা আশা করছেন, করোনাভাইরাস মোকাবেলায় আক্রান্ত ব্যক্তির শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয় সেটা দিয়ে তারা রোগীর শরীরে থাকা ভাইরাসটি নির্মূল করতে পারবে। যুক্তরাষ্ট্রে ইতোমধ্যেই এ বিষয়ে গবেষণা শুরু হয়েছে। এই গবেষণায় অংশ নিচ্ছে দেড় হাজারেরও বেশি হাসপাতাল। রক্তের এন্টিবডি দিয়ে ভাইরাসটি মোকাবেলা করা হবে।
তবে এখন প্রশ্ন হলো করোনা আক্রান্ত রোগীদের সুস্থ করতে কীভাবে কাজ করবে এই চিকিৎসা পদ্ধতি। কীভাবে কাজ করবে? যখন একজন ব্যক্তি করোনা রোগে আক্রান্ত হন তার শরীরের রোগ প্রতিরোধী ব্যবস্থা এই ভাইরাসের সাথে যুদ্ধ করতে এন্টিবডি তৈরি করে। এই এন্টিবডি করোনাভাইরাসকে আক্রমণ করে। সময়ের সঙ্গে সঙ্গে আক্রান্ত ব্যক্তির রক্তের তরল পদার্থ প্লাজমায় প্রচুর পরিমাণে এন্টিবডি তৈরি হয়। এনএইচএস ব্লাড এন্ড ট্রান্সপ্ল্যান্ট বলছে, তারা এখন প্লাজমার এই এন্ডিবডি ব্যবহারের পদ্ধতিটি কাজে লাগাতে চায়।
কর্মকর্তারা বলছেন, কোভিড-১৯ থেকে সেরে ওঠা ব্যক্তির কাছ থেকে সংগৃহীত রক্ত অসুস্থ মানুষের শরীরে সঞ্চালিত করলে কতোটা কাজ হয় সেটা তারা এখন পরীক্ষা করে দেখবেন। সংস্থাটির দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে: আমরা মনে করি কোভিড-নাইনটিন রোগীদের সম্ভাব্য চিকিৎসায় এটি হবে প্রাথমিক এক গবেষণা। এই পরীক্ষায় দেখা হবে কনভালেসেন্ট প্লাজমা কোভিড-১৯ রোগীর শরীরে সঞ্চালিত করার পর সেটি কতো দ্রুত তাকে সারিয়ে তুলতে পারে এবং এর ফলে তার বেঁচে যাওয়ার সম্ভাবনা কতোখানি বৃদ্ধি পায়।
তবে কঠোর নিয়ন্ত্রণ ও নজরদারির মধ্যে মানুষের দেহে এই পরীক্ষা চালানো হবে। যেন কোনো রোগীর ক্ষতিগ্রস্ত না হয়। এবিষয়ে কতো দ্রুত পরীক্ষা শুরু করা যায় তার জন্য সংস্থাটি সরকার ও সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। কোভিড-১৯ রোগের চিকিৎসায় রক্তের প্লাজমার ব্যবহার নিয়ে যুক্তরাজ্যে বিভিন্ন গ্রুপ কাজ করছে।
কার্ডিফে ইউনিভার্সিটি হসপিটাল অফ ওয়েলস এই সপ্তাহে ঘোষণা করেছে যে তারাও এই পদ্ধতি পরীক্ষা করে দেখতে চায়। অ্যাকাডেমি অফ মেডিকেল সায়েন্সেসের প্রেসিডেন্ট প্রফেসর স্যার রবার্ট লেচলার বলেছেন, তিনি চান করোনায় গুরুতর অসুস্থ রোগী, যাদের আর কোনো চিকিৎসার উপায় নেই, তাদের শরীরে এই কনভালসেন্ট প্লাজমা চিকিৎসা চালানো হোক। তথ্যসূত্র: বিবিসি
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.