সামাজিক দূরত্ব মেনে নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরাইলে বিক্ষোভ!

করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইলে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। প্রায় ৬ ফিট দূরত্ব বজায় রেখে কয়েক হাজার মানুষ এ বিক্ষোভে অংশ নেয়। রোববার কয়েক হাজার মানুষ এই বিক্ষোভে অংশ নেন বলে রয়টার্স জানালেও ইসরাইলের গণমাধ্যম দাবি করছে মাত্র দুই হাজার মানুষ এই বিক্ষোভে অংশ নিয়েছেন।
তেল আবিবের রাবিন স্কয়ারে সংঘটিত এই বিক্ষোভে নেতানিয়াহু এবং তার প্রতিদ্বন্দ্বী বেনি গ্যান্টজ ইসরাইলের গণতন্ত্র ধ্বংসের জন্য উঠেপড়ে লেগেছেন বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। বিক্ষোভকারীরা ইসরাইলের সাবেক সেনাপ্রধান এবং বর্তমানে শীর্ষ রাজনীতিক বেনি গ্যান্টজকে নেতানিয়াহুর সঙ্গে ঐকমত্যের সরকার গঠন না করার আহ্বান জানান। গত এপ্রিলে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন নেতানিয়াহু।
তার বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগে তিনটি মামলা চলছে। গত এক বছর ধরে ইসরাইলে কোনো নির্বাচিত সরকার নেই। সেখানে তিন দফা সংসদ নির্বাচন হলেও কেউ এখন পর্যন্ত সরকার গঠন করার মতো একক অবস্থানে পৌঁছাতে পারে নি। আবার ঐক্যমতের সরকারও গঠন করা যায় নি। ফলে ইসরাইল গত এক বছর ধরে মারাত্মক রাজনৈতিক অচলাবস্থার মধ্যে রয়েছে।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.