সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    করোনার মধ্যেও মার্কিন নিষেধাজ্ঞা ‘বর্বরোচিত অপরাধ’: ইরানি প্রেসিডেন্ট!

    Donald-Trump

    মহামারী করোনাভাইরাসের মধ্যেও তেহরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা বহাল রাখার কড়া সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি বলেন, মহামারীর মধ্যেও ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা বহাল রাখা ‘বর্বরোচিত অপরাধ’। খবর রয়টার্সের।

    সোমবার ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ্পে কোন্তের সঙ্গে টেলিফোনালাপে এই মন্তব্য করেন তিনি। হাসান রুহানি যুক্তরাষ্ট্রের এই অমানবিক অপরাধ রুখে দিতে ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানান। বলেন, ইরানি জনগণ যখন করোনাভাইরাস মহামারীর বিরুদ্ধে কঠিন লড়াইয়ে রয়েছে তখন মার্কিন নিষেধাজ্ঞা অমানবিকতার সব সীমা অতিক্রম করেছে।

    যুক্তরাষ্ট্র ইরানের ঋণ আবেদনে বাধা দিচ্ছে অভিযোগ করে হাসান রুহানি বলেন, তেহরানের পক্ষ থেকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে ৫ বিলিয়ন ডলারের ঋণের আবেদন করা হয়েছে। যুক্তরাষ্ট্র এই ঋণ প্রদানে বাধা দিচ্ছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরান যাতে করোনা মোকাবিলায় এ ঋণ পেতে পারে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তিনি ইতালির প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

    টেলিফোনালাপে ইতালির প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাসের কারণে ইরানে সৃষ্ট পরিস্থিতি তিনি ভালোভাবে উপলব্ধি করেন। কারণ, ইতালির পরিস্থিতিও অত্যন্ত ভয়াবহ।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !