করোনামুক্ত এলাকাগুলোতে মসজিদ খুলে দেবে ইরান!
করোনাভাইরাসমুক্ত এলাকাগুলোতে মসজিদ খুলে দেয়ার পরিকল্পনা করছে ইরান। এছাড়া ধীরে ধীরে বিধিনিষেধ উঠিয়ে নেয়ার ভাবনার কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি।
বৈশ্বিক এই মহামারীর মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি আঘাত হানা দেশগুলোর মধ্যে একটি ইরান। আক্রান্ত ও মৃত্যুর ওপর ভিত্তি করে সাদা, হলুদ ও লাল অঞ্চলে বিভক্ত করা হয়েছে শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটিকে।-খবর রয়টার্সের
রোববার রুহানি বলেন, সে অনুসারে একেকটি এলাকার তৎপরতায় বিধিনিষেধ থাকবে কিংবা উঠিয়ে নেয়া হবে। যেসব এলাকায় সংক্রমণ ও মৃত্যু নেই, সেগুলোকে সাদা অঞ্চল ঘোষণা করা হয়েছে। কাজেই সেখানে শুক্রবারের জুমার নামাজ পড়তে মসজিদ খুলে দেয়া হতে পারে।
পরিস্থিতি বিবেচনায় নিয়ে কোনো অঞ্চলকে দেয়া এসব লেবেল পরিবর্তন করা হতে পারে। কিন্তু অঞ্চলগুলোকে রঙের ওপর ভিত্তি করে আলাদা করার পর, সে অনুসারে নেয়া কর্মসূচি কখন থেকে কার্যকর করা হবে; তা নিয়ে স্পষ্ট ধারনা দেননি ইসলামি প্রজাতন্ত্রটির এই নেতা।
গত ১৪ এপ্রিল থেকে প্রাণঘাতী ভাইরাসে মৃত্যুর সংখ্যা শতের নিচে চলে আসার পর বিধিনিষেধ শিথিল করায় পার্ক, বাজার ও দোকানে যেতে শুরু করেছেন ইরানিরা।
করোনায় ইরানে গত ২৪ ঘণ্টায় ৬০ জনের বেশি লোকের মৃত্যু হয়েছে। এ নিয়ে মহামারীতে দেশটিতে মৃত্যুর সর্বমোট সংখ্যা গিয়ে দাঁড়াল পাঁচ হাজার ৭১০ জনে। আর আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৪৮১ জন।
মার্কিন অবরোধে ইতিমধ্যে বিধ্বস্ত অর্থনীতিকে রক্ষায় ও জনস্বাস্থ্য সুরক্ষায় ভারসাম্য ফিরিয়ে আনতে চাচ্ছে ইরান। বিভিন্ন দেশের মতো তারাও শহরগুলোতে পাইকারি হারে লকডাউন ঘোষণা করেনি।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.