সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    মহামারীর মধ্যেও ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরাইলি বাহিনী!

    image-246622-1574328740

    করোনা ভাইরাস মহামারীর মধ্যেও এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি দখলদার বাহিনী। বুধবার জেরুজালেমের কাছের এক তল্লাশিচৌকিতে এই হত্যাকাণ্ড চালানো হয়েছে।   

    ইসরাইলি পুলিশের মুখপাত্র মিকি রোজেনফেল্ডের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।  তিনি বলেন, এক সীমান্ত পুলিশের দিকে গাড়ি নিয়ে এগিয়ে গিয়ে তাকে ছুরিকাঘাত করায় ওই ফিলিস্তিনিকে তাৎক্ষণিক গুলি করে হত্যা করা হয়।  

    অধিকৃত পশ্চিমতীরে ইহুদিদের অবৈধ বসতি মালু আডুমিমের কাছে ওই পুলিশ সদস্য হালকা আহত হন বলে জানায় ইসরাইলি মুখপাত্র।  এদিকে বৈশ্বিক মহামারী করোনায় অবৈধ রাষ্ট্রটির ১৮৭ নাগরিক মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে তিন জনের মৃত্যু হয়েছে বলে বুধবার ইসরাইলি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।  

    তুরস্কভিত্তিক আনাদলুর খবর বলছে, দেশটিতে নতুন করে ৩৮৪ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে প্রাণঘাতী ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ হাজার ৩২৬ জনে।  এছাড়াও ১৪৮ রোগীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ইসরাইল। সুস্থ হয়েছেন চার হাজার ৯৬১ জন।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !