দুই সপ্তাহের মধ্যে করোনা ভ্যাকসিন তৈরির দাবি মার্কিন কৃষ্ণাঙ্গ বিজ্ঞানীর !
আগামী দুই সপ্তাহের মধ্যে একটি অ্যান্টি-ভাইরাল ড্রাগ তৈরির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের টেনেসির ন্যাশভিলের মেহারি মেডিকেল কলেজের কৃষ্ণাঙ্গ বিজ্ঞানী ড. ডোনাল্ড অ্যালেন্ডার। কয়েক বছর আগে জিকা ভাইরাসের সফল অ্যান্টি-ভাইরাস নিয়ে কাজ করেছেন এ বিজ্ঞানী।
ড. ডোনাল্ড অ্যালেন্ডার বলেন, ভাইরাসটি কীভাবে মানুষের শরীরে প্রবেশ করে, এটি কোথায় যায় এবং এটি কীভাবে সংক্রমিত হয় সেটা বুঝেছি। এখন শুধু ওষুধ তৈরির অপেক্ষা। আশা করি, আগামী দুই সপ্তাহের মধ্যে আমি এটা তৈরি করে ফেলব।
জিকা ভাইরাসের অ্যান্টিভাইরাল ড্রাগের সাফল্য ড. ডোনাল্ড অ্যালেন্ডারকে আশাবাদী করে তুলেছে। তিনি নিশ্চিত, তার কাজটি কোভিড-১৯ সংক্রমণে মৃত্যুর হারকে ব্যাপকভাবে কমিয়ে আনতে সহায়তা করতে পারবে।
বিভিন্ন দেশের বিজ্ঞানীরা করোনার ভ্যাকসিন তৈরিতে উঠেপড়ে লেগেছেন। এখনও কেউ সাফল্যের মুখ দেখেননি। বৃহস্পতিবার মানবদেহে পরীক্ষামূলক করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ করবে যুক্তরাজ্য। ভ্যাকসিনটির নাম - সিএইচএডিওএক্স১ এনকোভ-১৯।
করোনাভাইরাস মুক্তকরণে ব্রিটিশ বিজ্ঞানীদের তৈরি এটিই প্রথম ভ্যাকসিন যা মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ করা হচ্ছে।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.