Wednesday, February 19.

সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

লকডাউনে চিকিৎসা দিতে গুগলের নয়া ফিচার!

image-297702-1586680199

লকডাউনে সুস্থ থাকতে এবং ভার্চুয়াল স্বাস্থ্য পরিসেবা পৌঁছে দিতে গুগল নয়া ফিচার নিয়ে আসছে আগামী সপ্তাহে। মোবাইলে এ নতুন ফিচার ব্যবহার করা যাবে।  বিশ্বব্যাপী লকডাউনের কারণে অনেকেই রুটিন চেকআপের জন্য চিকিৎসকদের কাছে যেতে পারছেন না।

এ অবস্থায় সুস্থ থাকতে এবং ভার্চুয়াল স্বাস্থ্য পরিসেবা সহজেই পাওয়া যাবে গুগলে।  অফিসিয়াল ব্লগ নোটস, স্থানীয় স্বাস্থ্যসেবা সরবরাহকারী, হাসপাতাল বা জাতীয় টেলিহেলথ প্ল্যাটফর্মসহ ভার্চুয়াল স্বাস্থ্য পরিসেবার যাবতীয় বিকল্প সন্ধান দিতে অনুসন্ধান এবং মানচিত্রে দুটি নতুন বৈশিষ্ট্য যুক্ত করা হবে। 

আপনি যখন হাসপাতাল বা চিকিৎসকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করবেন, তখন ভার্চুয়াল পরামর্শ বা ভার্চুয়াল ভিজিটের সময় নির্ধারণের জন্য অংশগ্রহণকারী স্বাস্থ্য পরিসেবা কর্মীদের থেকে অনুসন্ধান এবং মানচিত্রে একটি ''get online care'' লিঙ্ক দেখতে পাবেন। গুগলের এই ভার্চুয়াল পরিসেবা প্রথম চালু হবে আমেরিকায়। 

তথ্যসূত্র: এনডিটিভি

No comments

If you have any doubt, please let me know that with your valuable comments.

পৃষ্ঠা

সর্বশেষ খবর

COVID-19 থেকে বাঁচার উপায় !

CovidUpdated1