করোনার নমুনা সংগ্রহে ৫ হাজার ফার্মেসিকে অনুমোদন যুক্তরাষ্ট্রের!
করোনা পরিস্থিতিতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিন মৃত্যুর মিছিলে অনেকেই শামিল হচ্ছেন। এ ভাইরাসটি থেকে বাঁচতে নতুন উদ্যোগ নিয়েছে দেশটির অঙ্গরাজ্য নিউ ইয়র্ক। রাজ্যটির গভর্নর অ্যান্ড্রু কুমো করোনাভাইরাস পরীক্ষার জন্য স্থানীয় ফার্মেসিগুলোকে নমুনা সংগ্রহের অনুমতি দিয়েছেন।
শনিবার এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশ দেন তিনি। প্রায় ৫ হাজার ফার্মেসি এ পরীক্ষার সুযোগ পাবে। আশা করা হচ্ছে, এর মধ্য দিয়ে দৈনিক পরীক্ষার বর্তমান সংখ্যাকে দ্বিগুণ করা যাবে। এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট। নিউ ইয়র্ক সিটিতে গড়ে প্রতিদিন ২০ হাজার মানুষের করোনা পরীক্ষা করা হয়ে থাকে। সে সংখ্যা বাড়িয়ে ৪০ হাজার করতে ফার্মেসিগুলোকেও নমুনা সংগ্রহের অনুমতি দিয়েছেন নিউ ইয়র্ক মেয়র।
ফার্মেসির কর্মীরা নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ৩০০টি অনুমোদিত ল্যাবের যে কোনোটিতে পাঠাবে। তিন দিনের মধ্যে পাওয়া যাবে ফল। বিশ্বে করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী সেদেশে মোট আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৩৯ হাজার ৫৩। মৃত্যু হয়েছে ৫৩ হাজার ৯৩৪ জনের। মৃতদের প্রায় এক তৃতীয়াংশই নিউ ইয়র্ক সিটির বাসিন্দা।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.