সোমবার থেকে কাজে ফিরছেন বরিস জনসন
দীর্ঘ তিন সপ্তাহের অধিক সময় পর কাজে ফিরছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। সোমবার থেকে তিনি অফিস করবেন। প্রধানমন্ত্রীর ডেপুটির বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাস থেকে সুস্থ হওয়ার পর ডাউনিং স্ট্রিটে পুরো দমে অফিস করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দেশটির দায়িত্বপালন করছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব।
৫ এপ্রিল হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রধানমন্ত্রী বরিস জনসন। এক সপ্তাহ কাটিয়েছিলেন হাসপাতালে বেডে। এর মধ্যে তিন রাত কাটিয়েছেন ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ)। শ্বাস-প্রশ্বাসে সমস্যার জন্য তাকে নিয়মিত অক্সিজেনের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়েছে। ১২ এপ্রিল বরিসকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.