মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও করোনা চিকিৎসায় সফল ইরান!
মহামারি করোনায় আক্রান্ত গোটা বিশ্ব। মার্কিন নিষেধাজ্ঞার কারণে চিকিৎসা সরঞ্জাম সংগ্রহের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা ইরানের। তা সত্ত্বেও করোনা মোকাবিলায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে দেশটি।
এ কথা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। ইরানে করোনায় আক্রান্ত ব্যক্তিদের সুস্থ হয়ে ওঠার প্রবণতাও আগের থেকে অনেক বেড়েছে বলেও জানান তিনি।
শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় প্রেসিডেন্ট রুহানি তেহরানে বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন।
করোনা ভাইরাসকে বিশ্বের সবগুলো দেশের জন্য একটি ঐতিহাসিক পরীক্ষা হিসেবে উল্লেখ করেন রুহানি। তিনি বলেন, দেশের অর্থনীতি সচল রেখে কীভাবে জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করা যায় গোটা বিশ্ব এখন সে পরীক্ষাই দিচ্ছে।
রুহানি আরো বলেন, বিশ্বের বহু উন্নত দেশ করোনা রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খেলেও ইরানে এই প্রাণঘাতী রোগে আক্রান্ত কোনো রোগী বিনা চিকিৎসায় মারা যায়নি। নিষেধাজ্ঞা সত্ত্বেও করোনা রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করেছে তেহরান।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.