সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    একদিনে আক্রান্ত সবচেয়ে কম, চিনে মাত্র ১৬ জনের দেহে মিলল ভাইরাস!

    image-297390-1586580118

    ক্রমেই কি সুস্থ হওয়ার পথে চিন? দেশজুড়ে লকডাউন অবশ্য আগেই উঠেছে। এবার চিনে একদিনে সবচেয়ে কম আক্রান্ত হওয়ার রেকর্ড। শনিবার চিনজুড়ে করোনায় আক্রান্ত হলেন ১৬ জন। গত মাস অর্থাৎ মার্চের ১৬ তারিখের পর থেকে চিনে এই প্রথম মাত্র ১৬ জন একদিনে করোনায় আক্রান্ত হলেন। জানা গিয়েছে আক্রান্তদের মধ্যে ৯ জন বাইরে থেকে করোনায় আক্রান্ত হয়েছেন, রয়টার্স সূত্রে এখবর মিলেছে।

    করোনায় এখন পর্যন্ত চিনে মোট মৃত্যু হয়েছে ৪৬৩২ জনের। মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮২ হাজার এবং দেশজুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৭৭ হাজারের বেশি মানুষ। চিনের হুবেই প্রদেশে এখন পর্যন্ত ৩ হাজার ২১২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৬৭ হাজারেরো বেশি মানুষ।

    তবে এই প্রদেশে সেরে উঠেছেন ৬৪ হাজার ১৪ জন মানুষ। হেনানে মৃতের সংখ্যা ২২ জন ও আক্রান্ত হয়েছেন ১৫৩২ জন। হুনান প্রদেশে ১০১৯ জন আক্রান্ত হলেও সেরে উঠেছেন ১০১৪ জন মানুষ।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !