ভারতে রাষ্ট্রপতি ভবনেও করোনার হানা!
ভারতে রাষ্ট্রপতি ভবনেও প্রাণঘাতী করোনাভাইরাস হানা দিয়েছে। সেখানকার এক পরিচ্ছন্নতাকর্মীর দেহে করোনা শনাক্ত হওয়ার পর প্রায় ১০০ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
রাষ্ট্রপতি ভবনের একটি সূত্রের বরাতে বলা হয়েছে, চার দিন আগে ওই পরিচ্ছন্নতাকর্মীর দেহে সংক্রমণ ধরা পড়ে। সচিবপর্যায়ের কর্মকর্তাদের ও তাদের পরিবারকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। আর কর্মীদের দিল্লির একটি কোয়ারেন্টিন কেন্দ্রে নিয়ে রাখা হয়েছে। পরীক্ষায় কমপ্লেক্সের পরিচ্ছন্নতাকর্মীদের ছাড়া অন্য কারও দেহে করোনাভাইরাস পাওয়া যায়নি।
প্রসঙ্গত করোনাভাইরাসের সংক্রমণ ভারতের সব রাজ্যেই মাত্রাতিরিক্তভাবে ছড়াতে শুরু করেছে। আইসিএমআরের হিসাবে সংক্রমণ ১৭ হাজার ছাড়িয়েছে। কিন্তু দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করেছে– ভারতে করোনা সংক্রমণ ১৬ হাজারের বেশি।
মঙ্গলবার সকাল পর্যন্ত ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, ভারতে এ পর্যন্ত ১৮ হাজার ৬০১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫৯০ জনের মৃত্যু হয়েছে। ভারতে করোনা মোকাবেলায় দ্বিতীয় দফায় ১৯ দিনের লকডাউন শুরু হলেও আজ থেকে কিছু কিছু ক্ষেত্রে শিথিল হচ্ছে বিধিনিষেধ।
সেই হিসাবে সোমবার মধ্যরাত থেকেই কৃষি, জরুরি উৎপাদন, পরিবহনসহ ২১টি ক্ষেত্রে কিছুটা বিধিনিষেধে নমনীয় হচ্ছে সরকার।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.