সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    স্প্যানিশ ফ্লু থেকে বেঁচে যাওয়া সেই নারীর কাছে করোনাও হার মানল!

           Corona%2BVirus

      অলৌকিক ঘটনার কথা শুনেনি এমন মানুষ দুনিয়ায় বেশি নেই। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে সবার নিজ চোখে তা দেখার সৌভাগ্য হয় না। আর বিশ্বকে অচল করে দেয়া এই মহামারীর মধ্যেই তা আরও বিরল। স্পেনভিত্তিক পত্রিকা অলিভ প্রেস এমন একটি খবর দিয়েছে, যা সত্যিই অলৌকিক।

    খবরে বলা হয়, আনা ডেল ভ্যালি নামের এক নারী ১৯১৮ সালে স্প্যানিশ ফ্লুতে আক্রান্ত হয়েছিলেন। তখন তিনি শিশু ছিলেন। কিন্তু সুস্থ হয়ে ওঠেন প্রাণঘাতী ওই ভাইরাস থেকে। এবার করোনাভাইরাসও তার কাছে হার মেনেছে। এতে আক্রান্ত হওয়ার পর তিনি সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

    স্প্যানিশ ফ্লু মহামারী প্রায় ৩৬ মাস স্থায়ী হয়েছিল। আক্রান্ত হয়েছিলেন ৫০ কোটি মানুষ। তখনকার বিশ্বের এক তৃতীয়াংশ মানুষের শরীরে ওই ভাইরাস সংক্রমিত হয়েছিল।  এ বিভীষিকায় প্রাণ হারায় পাঁচ থেকে দশ কোটি মানুষ, যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় তিন শতাংশ।

    তখন থেকে প্রায় ১০২ বছর পরে আরেক বৈশ্বিক মহামারী করোনাভাইরাসকেও হারালেন ওই নারী। স্পেনের রোন্ডা এলাকায় তিনি বসবাস করেন। আলকালা ডেল ভ্যালেতে একটি নার্সিং হোমে থাকেন। সেখানকার অন্যান্য ৬০ বাসিন্দার সঙ্গে তিনিও করোনায় আক্রান্ত হয়েছিলেন।

    এরপর তাকে লা লিনিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েকদিন আগে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরেছেন তিনি। ১৯১৩ সালে তিনি জন্মগ্রহণ করেন। আগামী ছয় মাসের মধ্যে ১০৭ বছর বয়সে পা দিতে যাচ্ছেন।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !