করোনায় ইসরাইলের সাবেক ধর্মযাজকের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইসরাইলের সাবেক প্রধান ধর্মযাজক ইলিয়াহু বাক্সি ডোরন মারা গেছেন। সোমবার দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু এমন তথ্য দিয়েছেন।
চলমান বৈশ্বিক মহামারীতে এটিই অবৈধ রাষ্ট্রটির শীর্ষ কোনো ব্যক্তিত্বের মৃত্যু হল।-খবর রয়টার্স ১৯৯৩ থেকে ২০০৩ সাল পর্যন্ত সেফারডিমের শীর্ষ যাজক হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। ভাইরাসে আক্রান্ত হয়ে রোববার জেরুজালেমের একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৯ বছর বলে ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে।
এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, মর্মান্তিকভাবে রাব্বি ইলিয়াহু বাক্সি ডোরন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে বাঁচাতে চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করেছেন। কিন্তু সফল হননি। রোববার পর্যন্ত ইসরাইলে ১১ হাজার ১৪৫ জন করোনায় আক্রান্ত হয়ে ১০৩ জনের মৃত্যু হয়েছে।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.