সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    যে কারণে ট্রাম্পকে গামছা উপহার দিলেন ভারতীয় ডাক্তার!

    Donald-Trump

    করোনায় বিধ্বস্ত যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত প্রায় ৫০ হাজার মানুষের মৃত্যু হয়েছে কোভিড-১৯-এ। আক্রান্ত হয়েছেন সাড়ে ৮ লাখের বেশি মানুষ। প্রথম দিকে এই সংক্রমণকে গুরুত্ব না দেয়া দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন।এমতাবস্থায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে গামছা উপহার দিয়েছেন ভারতের এক চিকিৎসক। 

    করোনার সংক্রমণ থেকে সুরক্ষায় মাস্কের বদলে গামছা ব্যবহারে উৎসাহিত করতেই তিনি এই উপহার পাঠান।খবর এনডিটিভির। দুদিন আগে করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষা পেতে নিজের সংসদীয় এলাকা বানারসীর লোকজনের মাস্ক ছেড়ে গামছা বাঁধার পরামর্শ দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    এরপরই মাকিন প্রেসিডেন্টকে গামছা পাঠালেন বানারসীর চিকিৎসক উত্তম ওঝা। তিনি জানিয়েছেন, গামছা বেনারসের মানুষের একটি অন্যতম বস্ত্র। গামছার প্রয়োগ বেনারসের মানুষ বিভিন্নভাবে করে থাকে। তিনি আশা করেছেন যে, ডোনাল্ড ট্রাম্প বিষয়টিকে ভালোভাবে নেবেন এবং গামছার ব্যবহার করবেন। 

    নয়া দিল্লিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের মাধ্যমে এই গামছাটি তিনি পাঠিয়েছেন। পার্সেলটিকে বেনারস থেকে স্পিড পোস্টে পাঠানো হয়েছে।  উত্তম ওঝা জানিয়েছেন তিনি নিজেও গামছার ব্যবহার করেন এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে মানুষ যাতে আরও গামছার ব্যবহার করেন তাতে তিনি উৎসাহ যোগাচ্ছেন।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !