সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস


    করোনাভাইরাসের কারণে থমকে গেছে গোটা বিশ্ব। বিশ্ব অর্থনীতি ধাক্কা খেয়েছে চরমভাবে। যার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও।  খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তা-কর্মচারীদের বেতন কেটে নিচ্ছে বিভিন্ন দেশের ক্রীড়া সংস্থাগুলো। ক্রীড়াঙ্গনের এমন দুঃসময়ে পাকিস্তানের ক্রিকেটারদের সুখবর দিল দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)।

    পাকিস্তানের ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে খেলোয়াড়দের নিশ্চয়তা দেয়া হয়েছে যে, চুক্তিতে অন্তর্ভুক্ত ২২০ ক্রিকেটারকে ২০১৯-২০ অর্থবছরের সম্পূর্ণ বেতনই দেয়া হবে। কোনো বেতন কাটা হবে না। এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিসিবি। সেখানে জানানো হয়েছে, ‘অনেক কঠিন এবং চ্যালেঞ্জিং সময় পার করছে গোটা বিশ্ব। মুখ থুবড়ে পড়েছে বিশ্ব অর্থনীতি।

    সব ধরনের খেলাধুলা বন্ধ রয়েছে। স্বাভাবিকভাবেই মানুষের স্বাস্থ্য নিরাপত্তা সবার আগে। করোনার কারণে এমন কঠিন সময়ের উদ্ভব ঘটলেও সব ক্রিকেটার ও কর্মচারী-কর্মকর্তাদের সুযোগ-সুবিধা দেখার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে পিসিবি। কর্মচারী বাদ দিয়ে ২২০ জনের মতো ক্রিকেটার রয়েছে বোর্ডের বেতনের আওতাভুক্ত। বোর্ড এটি নিশ্চিত করছে যে, ২০১৯-২০ অর্থবছরের পুরো বেতনই পাবে খেলোয়াড়রা। আমরা কোনো বিলম্ব ছাড়াই বেতন দিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছি।’ প্রসঙ্গত, করোনা পরিস্থিতে ক্রিকেটারদের বেতন কাটবে না বলে আগেই ঘোষণা দিয়েছে দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। সে পথই অনুসরণ করল পিসিবি। তথ্যসূত্র: বিডি ক্রিক টাইম

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !