করোনা দূর না করা পর্যন্ত ঘরই হোক মন্দির-মসজিদ: মমতা!
ভারতের পশ্চিমঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, লকডাউন মেনে চলুন, ঘর থেকে বের হবেন না। প্রাণঘাতী করোনাভাইরাস বিস্তার ঠেকাতে সবাইকে এ মুহূর্তে ধর্মীয় উপাসনা বাড়িতেই করার অনুরোধ করেন। খবর এনডিটিভির।
এ মহামারী সম্পর্কে সবাইকে সচেতন করতে কলকাতার বিভিন্ন এলাকায় শুক্রবার প্রচারাভিযান চালাতে গিয়ে রাজ্যের মানুষের প্রতি এ আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা। করোনা প্রতিরোধে লকডাউনের বিধিনিষেধ মেনে চলতে আহ্বান জানিয়ে এই নিয়ে টানা চতুর্থ দিন কলকাতার রাজপথে হাঁটলেন তিনি। এদিকে মুসলিম সম্প্রদায়কে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানান মমতা। সবার প্রতি শান্তি ও সম্প্রীতি বজায় রাখারও আহ্বান জানান তিনি।
পাশাপাশি করোনা পরিস্থিতিতে মন্দিরে প্রার্থনা করার জন্যে বা মসজিদে নামাজ পড়ার জন্যে যাতে কেউ সমবেত না হন; সে কথাও বারবার মনে করিয়ে দেন। করোনা ভাইরাসের বিরুদ্ধে এই কঠিন যুদ্ধে জয়লাভ না করা পর্যন্ত আমাদের ঘরই হোক মন্দির-মসজিদ, এ আহ্বান জানান মমতা। পাশাপাশি দক্ষিণ কলকাতার দুটি এলাকার লকডাউন পরিস্থিতি ঘুরে দেখেন তিনি। শহরের বাসিন্দাদের বারবার করে বাড়িতে থাকার জন্যে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী।
রাজ্যের মানুষকে তিনি জানান, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে ১০০ জনেরও বেশি মানুষ করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধ করে জয়লাভ করেছেন। ‘তাই যদি ঠিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সরকারি বিধিনিষেধগুলো মানা যায়; তবে অবশ্যই করোনার আঁধার কেটে যাবে,’ বলেন তৃণমূল নেত্রী।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.